জারি হল নির্দেশ, জন্মদিনে মুখে কেক মাখানো হলেই গ্রেফতার করবে পুলিশ

 

বাংলা হান্ট ডেস্ক :- PUBG র পর এবার খোলাখুলি জন্মদিন পালনের উপর নিষেধাজ্ঞা জারি করল গুজরাত প্রশাসন। সরকারি নির্দেশ অনুযায়ী জন্মদিন পালনের সময় কোনো বন্ধু কে কেক মাখানো হলে সে, পুলিশে কমপ্লেন করলে পুলিশ সরাসরি কেক যিনি মাখিয়েছেন ওই ব্যক্তি কে গ্রেফতার করতে পারবে।

 

জানা গিয়েছে, পাবলিক প্লেসে সাধারণত এরম জন্মদিন উদযাপনের সময় কেক মাখানো এবং ছোড়াছুড়ি তে অনেক সরকারি সম্পত্তি নষ্ট হয়।

1455f img 20190518 183615

তা বাঁচাতেই জারি করা হয়েছে এই নির্দেশ। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ১৪৪ নম্বর ধারা মেনেই।

সম্পর্কিত খবর