একতরফা হবে ম্যাচ! T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার এই ৩ খেলোয়াড়ই হেলায় হারিয়ে দেবেন পাকিস্তানকে

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) ঝড় তুলতে প্রস্তুত ভারতীয় দল (Indian National Cricket Team)। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ জুন T20 বিশ্বকাপে সফর শুরু হতে চলেছে ভারতের। ওইদিন টিম ইন্ডিয়া মুখোমুখি হবে আয়ারল্যান্ডের (Ireland)। যদিও, T20 বিশ্বকাপের ১৯ তম ম্যাচটিকে ঘিরে এখন থেকেই অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। মূলত, আগামী ৯ জুন সম্পন্ন হতে চলা ওই ম্যাচে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan)। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮ টায় এই ম্যাচটি খেলা হবে। এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ভারতীয় দলের ৩ তারকা খেলোয়াড়ই পাল্টে দিতে পারে ম্যাচের ভোল। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

এই ৩ ভারতীয় খেলোয়াড় বাড়িয়ে দেবে পাকিস্তানের চিন্তা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী ৯ জুনের ওই ম্যাচে সবার চোখ থাকবে ভারতের ৩ খেলোয়াড়ের দিকে। যাঁরা পাকিস্তানের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন। তাঁরা হলেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের দুর্দান্ত রেকর্ড রয়েছে। এমন পরিস্থিতিতে, ওইদিন এই ৩ জন ভালো পারফর্ম করলে ভারত পাকিস্তানকে একতরফাভাবে হারাতে পারে।

আরও পড়ুন: হু হু করে বেড়েছে সম্পদ! মুকেশ আম্বানিকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের হলেন গৌতম আদানি

বিরাট কোহলি: প্রসঙ্গত উল্লেখ্য যে, বিরাট কোহলি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ২৬ টি ম্যাচ খেলেছেন। এই ২৬ ম্যাচে তিনি ১০৮.৯৭ স্ট্রাইক রেটে ১,১৬৬ রান করেছেন। যার মধ্যে ৭ টি হাফ সেঞ্চুরি ও ৩ টি সেঞ্চুরি রয়েছে। এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে কোহলি এখনও পর্যন্ত মোট ১১১ টি চার ও ১৮ টি ছক্কা হাঁকিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সর্বোচ্চ রান হল ১৮৩।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! চলতি মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

হার্দিক পান্ডিয়া: ২০১৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে মোট ১৩ টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। ওই ১৩ টি ম্যাচে তিনি ২৯৩ রান করেছেন। যার মধ্যে তাঁর সেরা রান হল ৮৭। পাকিস্তানের বিরুদ্ধে এই ১৩ টি ম্যাচে তিনি নিয়েছেন ১৯ টি উইকেট। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান হল ৮ রানে ৩ উইকেট।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

সূর্যকুমার যাদব: পাকিস্তানের বিরুদ্ধে খুব বেশি ম্যাচ খেলেননি সূর্যকুমার যাদব। তিনি খেলেছেন মোট ৪ টি ম্যাচ। এই ৪ ম্যাচে তিনি ১২৩.৯১ স্ট্রাইক রেটে ৫৭ রান করেছেন। তবে, সূর্যকুমার যাদব তাঁর দুর্ধর্ষ ব্যাটিংয়ের মাধ্যমে পাকিস্তানের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর