বাংলাHunt : সাতদফা ভোট শেষ হওয়ার আগে কেদারনাথ বদ্রিনাথ দর্শন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ১২ ঘণ্টা ধ্যান করলেন। এবং কেদারনাথের যে প্রাকৃতিক দূর্যোগ হয়েছিল তা দূর পুর্ননির্মান যাতে শেষ হয় তার নির্দেশ দেন। ভক্তদের যাওয়া নিষিদ্ধ ছিল মন্দিরে। মোদি পুজো দিয়ে ধ্যানে বসেন। কেদারনাথ পর বদ্রিনাথ দর্শন করবেন এবং শিবের নামে জয়ধ্বনি করেন মন্দিরের পুরোটা অংশ তিনি পায়ে হেঁটে প্রদক্ষিণ করেন।
নির্বাচন কমিশন সমস্ত অনুমতি নিয়ে তিনি মন্দিরে গিয়েছেন। নরেন্দ্র মোদী যখন কেদারনাথ -বদ্রিনাথ পূজা দিচ্ছে।সেই সময় শিব পূজায় ব্যস্ত অমিত শাহ। ২৩ শে মে ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফল। তার আগে মন্দির দর্শন করলেন বিজেপির দুই হেভিওয়েট নেতা নরেন্দ্র মোদি ও অমিত সাহ।মোদি আশাবাদী তারা আবার ক্ষমতায় বসবেন এবং দেশের শাসনভার তাদের হাতে থাকবেন।
ধ্যানে মত্ত মোদী,কেদারনাথ-বদীনাথ প্রদক্ষিন
সম্পর্কিত খবর