Jio, VI অতীত! এবার এক রিচার্জেই গ্রাহকদের বিরাট অফার দিচ্ছে এয়ারটেলের এই সস্তার প্ল্যান

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশে টেলিকম সংস্থার গুলির মধ্যে রয়েছে কড়া প্রতিদ্বন্দ্বিতা। এয়ারটেল (Airtel), জিও,ভোডাফোন কিংবা বিএসএনএলের  মত সংস্থাগুলি প্রায় প্রতিমাসেই গ্রাহকদের জন্য নিত্য নতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে আসে। যার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন আমাদের দেশের কোটি কোটি গ্রাহক।

এই সমস্ত জনপ্রিয় টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানে ভয়েস কলিং কিংবা ডেটা পরিষেবা সহ বিনামূল্যের এসএমএস-এর মতো সুবিধাও দেওয়া হয়ে থাকে। এই সমস্ত রিচার্জ প্ল্যানগুলি মূলত বিভিন্ন ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমাদের দেশের বেশিরভাগ বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্লানের মেয়াদ এবং সুবিধা প্রায় একই।

তাই জিও,ভোডাফোন আইডিয়া কিংবা এয়ারটেলের মত সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলিই ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি হাই স্পিড ইন্টারনেট সহ একাধিক সুবিধা দিয়ে থাকে। তবে এমন অনেক গ্রাহকই রয়েছেন যারা প্রতি মাসে মোবাইলে রিচার্জ করতে গিয়ে বিরক্ত হয়ে যান। তাই তাদের মাসে মাসে মোবাইলে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি দিতেই একটি দীর্ঘমেয়াদি দারুন সস্তার  রিচার্জ  প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল।

এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, এবং ডেটা পরিষেবার মতো সুবিধা পাবেন গ্রাহকরা। যদিও এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানটি জিও কিংবা অন্যান্য টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্লানের তুলনায় দ্বিগুণ সস্তা। কিন্তু সমস্যা হল অন্যান্য কোম্পানির রিচার্জ প্লানে এমন বহু সুবিধা পাওয়া যায় যা এয়ারটেলের এই এক বছরের বার্ষিক প্ল্যানে পাওয়া যাবে না।

আরও পড়ুন: আরও সহজ হল রেলের নিয়ম! টিকিট হারিয়ে কিংবা ছিঁড়ে গেলেও আর চিন্তা নেই এইভাবে পাবেন ডুপ্লিকেট

আসুন তবে বিস্তারিত জানা যাক এয়ারটেলের এই বার্ষিক প্ল্যান সম্পর্কে। মাসে মাসে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে যদি কেউ এয়ারটেলের এই রিচার্জ প্লানে সুবিধা নিতে চান তাহলে তার জন্য তাকে একবারেই ১৭৯৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি থাকে টানা একবছর অর্থাৎ ৩৬৫ দিন। কোম্পানির তরফ থেকে এই প্রিপেইড প্ল্যানটিতে কোনও দৈনিক সীমা ছাড়াই সারা বছরের জন্য ২৪GB ডেটা পাওয়া যায়। শুধু তাই নয়, ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট ৩,৬০০টি বিনামূল্যের এসএমএসের পরিষেবা পাবেন। তবে প্রতিদিন ১০০ টির বেশি এসএমএস করা যাবে না।

airtel recharge plan

এয়ারটেল সেরা রিচার্জ প্ল্যান

Airtel-এর এই প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা সারা দেশে বিনামূল্যে রোমিং করতে পারবেন এবং আনলিমিটেড কলিং-এরও সুবিধা পাবেন। এছাড়াও, এই প্ল্যানে, ব্যবহারকারীরা বিনামূল্যে হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর