দক্ষিণবঙ্গে ঘণ্টাখানেকের মধ্যে ধেয়ে আসছে বৃষ্টি, দাপট দেখাবে ঝোড়ো হাওয়াও, জানুন আপডেট

বাংলা হান্ট ডেস্ক: তীব্র গরমে রীতিমতো জর্জরিত সবাই। দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বত্রই গরমের জেরে হাসফাঁস করছেন সকলে। এদিকে, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও গরম কমার কোনো লক্ষণই কার্যত নেই। এমতাবস্থায়, সকলেই অপেক্ষা করছেন বৃষ্টির। পাশাপাশি, তুমুল বৃষ্টি কবে থেকে হবে সেই প্রশ্নেরই উত্তর জানতে আগ্রহী প্রত্যেকে। ঠিক এই আবহেই এবার বড় আপডেট (Weather Update) সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দক্ষিণবঙ্গে আপাতত একটানা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। অর্থাৎ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সর্বত্রই বৃষ্টির প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেক্ষেত্রে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। কিন্তু, দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির প্রসঙ্গে তেমন কোনো সুসংবাদ নেই।

Rain is coming in South Bengal within an hour.

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি, কোথাও কোথাও দাপট দেখাতে পারে কালবৈশাখী। যার জেরে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সোমবার রাতে ঝড়-বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ফের গুলির লড়াই ভূস্বর্গে! পুলওয়ামায় এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

কোথায় কোথায় হতে পারে বৃষ্টি: প্রাপ্ত আপডেট অনুযায়ী, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি রয়েছে ঝড়ের সর্তকতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস ছাড়াও রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।

আরও পড়ুন: “ঝুঁকেগা নেহি”, শেয়ার মার্কেটে আদানি রাজ! এই কোম্পানিতে ১৬ শতাংশের বেশি বৃদ্ধি, মালামাল বিনিয়োগকারীরা

দক্ষিণবঙ্গে বজায় থাকবে অস্বস্তি: প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে গরমের তীব্র প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তবে, আগামী কয়েকদিনেও এই প্রভাব বজায় থাকবে বলে জানা গিয়েছে। কারণ, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এছাড়াও আর্দ্রতাও ঠিক একই রকমভাবে থাকবে। ফলে বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। যদিও, বৃষ্টি হলে সামগ্রিক পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর