Lok sabha Election Result 2024 Live: কে কটি আসন পেল ? দেখুন লোকসভা রেজাল্ট ২০২৪ লাইভ

Lok Sabha Election Result 2024 Live / লোকসভা ভোটের রেজাল্ট ২০২৪ লাইভ: দিল্লির কুর্সি দখলের লড়াই। আজ ২০২৪ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। কে পাবে ম্যাজিক ফিগার? NDA নাকি INDIA কোন জাদুতে হবে কাজ? সকাল থেকে নজর থাকবে সকলের। দেশের মোট ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে সাত দফার ভোটগ্রহণ ১ জুন শনিবার শেষ হয়েছে। গত দুমাস ধরে হাড্ডাহাড্ডি লড়াই। আজ হাতে আসবে রিপোর্ট কার্ড।

গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হয়। এরপর ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে ও ১ জুন ভোটগ্রহণ হয়। এবারে মোট সাত দফায় হয়েছিল ভোটগ্রহণ। তারপর এগজিট পোল, চুলচেরা বিশ্লেষণ। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে চব্বিশে ফের উঠবে গেরুয়া ঝড়। এবার সেই ভবিষ্যদ্বাণী সত্যি হবে কিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ টানা তৃতীয়বার জয়লাভ করে ইতিহাস গড়বে কিনা, সবটা জানার জন্য সকলের নজর থাক বাংলা হান্টে।

এখনো অবধি এগিয়ে  :

  • NDA: ২৯১
  • INDI : ২৩৪
  • Others : ১৮

Lok Sabha Election Result 2024 Live Updates:

  • রানাঘাটে জয়ী বিজেপির জগন্নাথ সরকার, ডায়মন্ড হারবারে রেকর্ড ব্রেকিং জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (০৮:০১ pm)
  • যাদবপুরে জয়ী জোড়াফুল প্রার্থী সায়নী ঘোষ, বনগাঁয় পদ্ম ফোটালেন শান্তনু ঠাকুর (০৮:০০ pm)
  • উলুবেড়িয়ায় জয়ী তৃণমূলের সাজদা আহমেদ। বোলপুরে ঘাসফুল ফোটালেন অসিত কুমার মাল (০৭:৫৯ pm?
  • রায়বরেলি, ওয়ানাড দুই কেন্দ্রেই জয়ী রাহুল গান্ধী (০৭:৪০ pm)
  • মেদিনীপুরে জয়ী তৃণমূলের জুন মালিয়া (০৭:২০ pm)
  • উত্তর কলকাতায় জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (০৬:৫৮ pm)
  • তমলুকে জয়ী বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরাজিত দেবাংশু ভট্টাচার্য (০৬:০০ pm)
  • বারাণসীতে জয়ী নরেন্দ্র মোদী (০৫:৪৩ pm)
  • বহরমপুরে প্রথমবার ঘাসফুল ফোটালেন ইউসুফ পাঠান (০৫:৩৬ pm)
  • মালদহ দক্ষিণে জয়ী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী (০৫:১১ pm)
  • ব্যারাকপুরে জয়ী তৃণমূলের পার্থ ভৌমিক, বীরভূমে ফের ঘাসফুল ফোটালেন শতাব্দী রায় (০৪:৫৩ pm)
  • আসানসোলে ৬৩,০০০  ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা (০৪:২৪ pm)
  • কৃষ্ণনগরে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (০৪:০৩ pm)
  • ৬ লাখ ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (০৩:১২ pm)
  • বারাণসীতে লক্ষাধিক ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী (০২:৪২ pm)
  • বহরমপুরে তৃতীয় স্থানে নামলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, ১৫০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী নির্মলকুমার সাহা ( ০২:১৬ pm)
  • যাদবপুরে এক লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সায়নী ঘোষ (০২:০৬ pm)
  • ঘাটালে এগিয়ে তৃণমূলের দেব, কৃষ্ণনগরে এগিয়ে মহুয়া মৈত্র (১:৩৫ pm)
  • জম্মুতে এগিয়ে গেল বিজেপি। পিছিয়ে রয়েছেন ওমর-মেহবুবা (১:৩৪ pm)
  • কেরলে প্রথমবারের জন্য খাতা খুলতে চলেছে বিজেপি। (০১:০৭ PM)
  • গান্ধীনগরে ‘পাহাড়সম’ ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী অমিত শাহ (১২:৫৪ pm)
  • কৃষ্ণনগরে ৪৪ হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন তৃণমূলের মহুয়া মৈত্র (১২:১৫ pm)
  • বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম (১২:১৩ pm)
  • মেদিনীপুরে এগিয়ে তৃণমূলের জুন মালিয়া (১২:০৭ pm)
  • অযোধ্যায় পিছিয়ে বিজেপি (১২:০৭ pm)
  • হুগলিতে এগিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (১২:০৬ pm)
  • রায়বরেলি, ওয়ানাড দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল গান্ধী (১২:০৩ pm)
  • প্রায় ২ লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (১২:০২ pm)
  • বিষ্ণুপুরে প্রায় ১৯,০০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (১১:৪৬ am)
  • আমেঠিতে পিছিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি (১১:২৯ am)
  • আসানসোলে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (১১:১৮ am)
  • পশ্চিমবঙ্গে ৩০টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ১০টি আসনে (১১:০৯ am)
  • ঘাটালে এগিয়ে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় (১০:৫৮ am)
  • তমলুকে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (১০:৫৮ am)
  • রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। দ্বিতীয় রাউন্ড শেষে পিছিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী (১০:৫২ am)
  • কোচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়া, পিছিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। (১০:৫১ am)
  • মথুরায় এগিয়ে বিজেপি প্রার্থী হেমা মালিনী (১০:৫০ am)
  • ফের নয়া রেকর্ডের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪২,০০০ লিড নিয়ে এগোচ্ছেন তৃণমূল সেনাপতি (১০:২৪ am)
  • রাজস্থানেও NDA-কে টক্কর দিচ্ছে INDIA জোট (৯:৫৯ am)
  • উত্তরপ্রদেশে BJP-কে জোর টক্কর দিচ্ছে INDIA জোটের সমাজবাদী পার্টি (৯:৫৫ am)
  • আমেঠিতে পিছিয়ে স্মৃতি ইরানি,সুলতানপুরে পিছিয়ে মানেকা গান্ধীও (৯:৩৩ am)
  • দেড় ঘটার মধ্যেই ২৭৭ আসন নিয়ে ম্যাজিক ফিগার পার NDA-র (৯:২৯ am)
  • ভোট গণনা শুরুর সাথে শেয়ার বাজারে ১৬০০ পয়েন্ট পতন (৯:২২am)
  • দিল্লিতে এগিয়ে INDIA, পিছিয়ে NDA (৯:১৭ am)
  • এক ঘন্টার মধ্যে ম্যাজিক ফিগার ২৭১-এ NDA (৯:১৭ am)
  • অমিত শাহ ৯০ হাজার ভোটে এগিয়ে (০৯:০০ am)
  • শত্রুঘ্ন সিনহা এগিয়ে ( 8:50 am )
  • শতাব্দী এগিয়ে বীরভূম (8:53 am)

Election Result Republic Bangla Live :

Loksabha Election Result 2024 Tv9 Bangla Live:

Loksabha Result ABP Ananda Live :

Election Result Zee 24 Ghanta Live :

Result News 18 Bangla Live:

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর