দেবাংশুকে টেক্কা দিয়ে তমলুকে এগিয়ে অভিজিৎ, রচনাকে পিছনে ফেললেন লকেট! রইল তাজা আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে এসে গেল সেই বহুপ্রতীক্ষিত দিন। মঙ্গলবার ২০২৪ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ (Lok Sabha Election Results 2024)। বাংলার ৪২টি আসন সহ দেশের মোট ৫৪৩টি আসনের ফল ঘোষণা হতে চলেছে আজ। সকাল থেকেই কমবেশি সকলের নজর সংবাদমাধ্যমের দিকে। কোন কেন্দ্রে এগিয়ে কোন প্রার্থী তা জানতে মুখিয়ে রয়েছে প্রত্যেকেই। এই প্রতিবেদনে এক ঝলকে তুলে ধরা হল সেই আপডেট।

এখনও অবধি বাংলার (West Bengal) ২২টি আসনে এগিয়ে রয়েছে BJP। অন্যদিকে TMC এগিয়ে রয়েছে ১৭টিতে। বোলপুর, ঘাটাল, বীরভূম , যাদবপুর, বর্ধমান পূর্ব, বসিরহাট, জয়নগরে এগিয়ে রয়েছেন TMC প্রার্থীরা। আসানসোলের জোড়াফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহাও এখনও অবধি এগিয়ে রয়েছেন। চমকপ্রদভাবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে BJP-র হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদ। প্রায় ১৭০০-র  বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন বলে খবর।

অন্যদিকে জলপাইগুড়ি, বালুরঘাট এবং আলিপুরদুয়ারে এগিয়ে রয়েছে BJP। সৌগত রায়কে টেক্কা দিয়ে দমদম কেন্দ্রে এগিয়ে রয়েছেন পদ্ম প্রার্থী শীলভদ্র দত্ত। দুই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়ে তমলুকে এগিয়ে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জুন মালিয়াকে পিছনে ফেলে মেদিনীপুরে আবার এগিয়ে গিয়েছেন পদ্ম প্রার্থী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুনঃ বাংলায় গেরুয়া ঝড়? ২২ আসনে এগিয়ে BJP, তৃণমূল ১৭, দেখুন লেটেস্ট আপডেট

চব্বিশের লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্রের দিকে নজর ছিল অনেকের। কারণ এবার এই আসনে মুখোমুখি হয়েছিল প্রাক্তন দম্পতি। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, TMC প্রার্থী সুজাতা মণ্ডলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন পদ্ম প্রার্থী সৌমিত্র খাঁ।

tmc and bjp flags

হুগলি কেন্দ্রে এবার আবার টলিউডের একদা সতীর্থরা মুখোমুখি হয়েছিলেন। BJP-র লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছিল TMC। লেটেস্ট আপডেট বলছে, হুগলিতে এগিয়ে রয়েছেন পদ্ম প্রার্থী লকেট।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর