‘শাহি’ ঝড়ে উড়ে গেল প্রতিপক্ষ! গান্ধীনগরে ‘পাহাড়সম’ ব্যবধানে জয়ী মোদীর ‘ডানহাত’ অমিত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দেড় মাস ধরে চলেছে দিল্লির কুর্সি দখলের লড়াই। সাত দফার ভোট শেষে মঙ্গলবার ফলপ্রকাশের পালা। দেশের ৫৪২টি আসনের ভোটগণনা হচ্ছে আজ। সুরাতের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে BJP। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নানান দিক থেকে আসছে জয়ের খবর। গান্ধীনগরে যেমন ‘পাহাড়সম’ ব্যবধানে জয়ী হলেন অমিত শাহ (Amit Shah)।

শনিবার সপ্তম দফার ভোটের পরেই নানান সংবাদমাধ্যমের তরফ থেকে বুথ ফেরত সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়েছিল। এর মধ্যে সিংহভাগ সমীক্ষাতেই গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। দাবি করা হয়েছিল, তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে BJP। আজ ভোটগণনা (Lok Sabha Election Result 2024) শুরু হওয়ার পর সেই পূর্বাভাস খানিক ওলটপালট হয়ে গেলেও, গান্ধীনগরে (Gandhinagar) একপেশে কায়দায় জয়লাভ করতে দেখা গেল অমিত শাহকে।

এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছিল ভোটগণনা। শুরু থেকেই এগিয়ে ছিলেন BJP প্রার্থী। গণনা যত এগিয়েছে ততই বেড়েছে তাঁর লিড। অবশেষে বেলা ১২:৩০ লাগাদ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তাঁর নাম। জানা যাচ্ছে, প্রায় ৫ লক্ষ ২৬,০০০ ভোটে জয়ী হয়েছেন নরেন্দ্র মোদীর ‘ডানহাত’।

আরও পড়ুনঃ চব্বিশে বিরাট চমক! এবার কেরলে খাতা খুলতে চলেছে BJP! ত্রিপুরাতেও ধরাশায়ী বাম

এদিকে যদি বাংলার কথা বলা হয়, তাহলে সাম্প্রতিক ট্রেন্ড বলছে এখনও অবধি ৩১টি আসনে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। BJP এগিয়ে রয়েছে ১০টিতে। বুথ ফেরত সমীক্ষায় বাংলায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেওয়া হলেও গণনার দিন দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র।

Amit Shah wins in Gandhinagar

ইতিমধ্যেই রাজ্যের নানান প্রান্তে সবুজ আবীর উড়িয়ে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। একুশের বিধানসভা ভোটের পর লোকসভা ভোটেও তৃণমূলের চমকপ্রদ ফলাফল করবে বলে বিশ্বাস তাঁদের। শেষ বেলায় খেলা ঘুরে যায় কিনা এবার সেদিকেই নজর সকলের।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X