কাঁথিতে তৃণমূল জিতেছে, সার্টিফিকেট দিচ্ছে না বিজেপির লোক! বিস্ফোরক মমতা

বাংলাহান্ট ডেস্ক : বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি (Kanthi) কেন্দ্রে তৃণমূল প্রার্থী (Trinamool Congress) উত্তম বারিক জয়লাভ করলেও তাঁকে দেওয়া হচ্ছে না সার্টিফিকেট। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের প্রক্রিয়া শুরু হতে দেখা যায় তৃণমূল ও বিজেপি জোর টক্কর দিচ্ছে একে অপরকে।

তবে বেলা বাড়ার সাথে সাথে শাসক-বিরোধীর মধ্যে বাড়তে থাকে আসন ব্যবধান। কয়েক দফার গণনার পর নিশ্চিত হয়ে যায় যে বাংলায় ফের একবার বইতে চলেছে সবুজ ঝড়। অপরদিকে, গোটা দেশে বিরোধী শিবির যথেষ্ট ফিকে করতে পেরেছে মোদি ‘ম্যাজিক’কেও। এই আবহে আজ বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন।

আরোও পড়ুন : ইলিশ ছাড়াই জামাইষষ্ঠী? জামাইদের মন খারাপ করে দিল রুপোলী শস্য নিয়ে এই সরকারি নির্দেশ

তিনি বলেন,  ”কাঁথিতে বিজেপি অবজারভার সার্টিফিকেট দিচ্ছে না। বাংলার মানুষকে অভিনন্দন জানাব। জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করেন, দরকার হলে আবার পুনর্গণনা হবে। তমলুকে যা করেছে, vvpat-এ পুনর্গণনা হলে ওটাও প্রমাণ হয়ে যাবে। কাঁথিতে জিতে যাওয়ার পরও অবজারভার কিছু পলিটিক্স করছে।”

আরোও পড়ুন : বেকারদের জন্য কাজের সুযোগ দিচ্ছে রাজ্য! মাধ্যমিক পাশে এই পদে কর্মী নিয়োগ

বাংলায় ৪২ টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ টি আসনে। অপরদিকে, বিজেপি ১২টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে, গোটা দেশে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৪ টি আসনে, ২৩২ টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট ও অন্যান্যরা এগিয়ে রয়েছে ১৭ টি আসনে।

Mamata Banerjee

বাংলায় যে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হয়েছিল, তার যে বাস্তবের সাথে মিল নেই সেটা পরিষ্কার হয়ে গেছে এতক্ষণে। সেই ইঙ্গিত মেলার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে বিশেষ বৈঠকে বসেন। জানা গেছে, এই বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর