ঐতিহাসিক! তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সাথেই মোদী ছুঁয়ে ফেলবেন নেহেরুর এই রেকর্ড

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল। বুধবারই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন তিনি। এরপর থেকেই মোদীর তৃতীয়বারের জন্য পিএমের (Prime Minister) কুর্সিতে অধিষ্ঠিত হওয়া নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

এবারের লোকসভা ভোটে কার্যত ওলটপালট হয়ে গিয়েছে সকল হিসেব। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি BJP। যদিও NDA-র ঝুলিতে রয়েছে ২৯২টি আসন। তাই সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে আসীন হতে কোনও অসুবিধা হবে না মোদীর। এদিকে সূত্রের খবর, আগামী ৮ জুন ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি।

যদিও সত্যিই এমনটা হয়, তাহলে সেদিন এক অনন্য রেকর্ড স্পর্শ করে ফেলবেন মোদী। এদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য পিএমের পদ অধিষ্ঠিত হবেন তিনি। আগামী ৮ জুন জওহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) তৈরি করা রেকর্ড ছুঁয়ে ফেলার উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ উত্তরে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়বে গরম! কবে ঢুকবে বর্ষা? রইল আবহাওয়ার খবর

এদিকে এবারের ভোটে চমকপ্রদ ফলাফল করেছে INDIA জোট। সকল বুথ ফেরত সমীক্ষাকে উল্টেপালটে ২৩৪টি আসনে জয়ী হয়েছে তারা। এদিকে BJP-র ঝুলিতে রয়েছে ২৪০টি আসন। তাই শরিক দলগুলি সমীকরণ পাল্টাতেই বদলে যেতে পারে সকল হিসেব।

Narendra Modi

দীর্ঘ দেড় মাসের কঠিন লড়াইয়ের পর গতকাল ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। পরবর্তী কর্মসূচি কী হবে? তা ঠিক করতে বুধবার INDIA জোটের বৈঠক ডাকা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব সহ শরিক দলের সকল নেতারা ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন। অন্যদিকে NDA-ও আজ বৈঠক ডেকেছে। এই দুই বৈঠকের পর সরকার গঠন নিয়ে যে টানাপোড়েন চলছে, তা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর