ভাঙবে মোদী-শাহ জুটি! স্বাস্থ্য, অর্থ মন্ত্রক থেকে লোকসভার স্পিকার, কী কী চাইছেন ‘ধূর্ত’ নাইডু?

বাংলা হান্ট ডেস্কঃ ২৪-র লোকসভা ভোটে (Loksabha Vote) ৪০০ তো দূর, ৩০০-র গন্ডিও টপকাতে পারেনি বিজেপি। শরিকদের সঙ্গে নিয়ে ২৯০টি আসনে জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ (NDA)। বিজেপির (BJP) নিজের আসন সংখ্যা ২৪০। এমন পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও ৩২টি আসন সংগ্রহ করতে হবে গেরুয়া শিবিরকে। যার জন্য বিজেপি তাকিয়ে রয়েছে বড় দুই শরিক দল, তেলুগু দেশম ও সংযুক্ত জনতার দিকে।

কিছু কিছু রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই নিজেদের দাবি দাওয়ার তালিকা প্রস্তুত করে ফেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) ও অন্ধ্রপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু (N. Chandrababu Naidu) নাইডু। এই ‘ডবল এন’ই এখন ‘গেম চেঞ্জার’। চন্দ্রবাবু ঘনিষ্ঠ নেতাদের বলতে শোনা যাচ্ছে, বিগ ফোর অর্থাৎ অর্থ, বিদেশ, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রক এর মধ্যে একটা অন্তত টিডিপিকে দিতে হবে।

রিপোর্ট অনুযায়ী, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম চাইছে অর্থ মন্ত্রক। এখানেই শেষ নয়, সেই সঙ্গে আরও অন্তত দু’জন ক্যাবিনেট মন্ত্রী ও তিন’জন প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভায় পাকা জায়গা করে দেওয়ার দাবি জানাচ্ছে টিডিপি। লোকসভায় স্পিকার পদও চাইতে পারে তারা। সূত্রের খবর এমনটাই।

আরও জানা যাচ্ছে, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশমের তরফে স্বাস্থ্য, গ্রামোন্নয়ন এবং অসামরিক পরিবহন মন্ত্রকের পূর্ণ মন্ত্রীর পাশাপাশি অর্থ , কৃষি এবং জল সম্পদের প্রতিমন্ত্রী পদ দাবি করা হতে পারে। চন্দ্রবাবু নায়ডু ও নীতীশ কুমার দুজনেই নিজেদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চাইছেন বলেও জানা গিয়েছে।

modi nitish naidu

আরও পড়ুন: রেশন দুর্নীতির অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার এক কোটির নগদ লেনদেন! ED-র হাতে বিস্ফোরক তথ্য

ওদিকে নীতিশ কুমারের দলের পক্ষ থেকে কোনো বিশেষ মন্ত্রকের জন্য দাবি না করা হলো বিহারের জন্য স্পেশাল স্ট্যাটাসের দাবি করা হয়েছে বলে সূত্রের খবর। এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে ১৬টি আসন জিতেছে চন্দ্রবাবুর তেলেগু দেশম পার্টি। আর নীতিশের জনতা দল ইউনাইটেডের ঝুলিতে রয়েছে ১২ জন সাংসদ। ওদিকে সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে এই দুই শরিক নেতা যদি টেবিল ঘুরিয়ে দেন তাহলে এনডিএ-র ভাগ্য উল্টে যেতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর