INDIA-র আশায় জল! তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীই, ঘোষণা NDA-র

বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর হতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)! এবারের লোকসভা ভোটে BJP একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মোদীর পিএমের আসনে বসা নিয়ে খানিক সংশয় তৈরি হয়েছিল। তবে বুধেই যাবতীয় জল্পনার অবসান ঘটল। প্রধানমন্ত্রী (Prime Minister) পদে ফের আসীন হতে চলেছেন নরেন্দ্র মোদী! বিবৃতি প্রকাশ করে ঘোষণা করল NDA।

মঙ্গলবার ২০২৪ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল। ৫৪৩টি আসনের মধ্যে ১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল BJP। বাকি ৫৪২টি আসনে গণনা হয় গতকাল। গণনা শেষে দেখা যায়, এবার ৩০০-র গণ্ডি টপকাতে পারেনি NDA, বিজেপি আটকে গিয়েছে ২৪০ এ। এরপরেই বুধবার NDA জোটের বৈঠক ডাকা হয়।

আজ বিকেল ৪টে থেকে শুরু হয় বৈঠক। সেখানে হাজির ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিশ কুমার, চন্দ্রবাবু নায়ডু, পবন কল্যাণ সহ NDA জোটের একাধিক তাবড় তাবড় নেতারা। বৈঠক শেষে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, জোটের তরফ থেকে সর্বসম্মতভাবে নরেন্দ্র মোদীকে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘অন্যের সিদ্ধান্তের দায়…’, বঙ্গে BJP-র হারের পর এবার মুখ খুললেন সুকান্ত, নিশানায় কে?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতের ১৪০ কোটি মানুষ গত ১০ বছরে আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে NDA সরকারের জনকল্যাণকারী নীতির মাধ্যমে দেশের সব ক্ষেত্রে উন্নয়ন দেখেছেন। দীর্ঘ সময়, প্রায় ৬ দশক পর ভারতের জনগণ লাগাতার তৃতীয়বার পূর্ণ বহুমতে শক্তিশালী এক নেতৃত্বকে বেছে নিয়েছে। আমরা সবাই গর্বিত যে, ২০২৪ লোকসভা ভোটে আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে NDA একজোট হয়ে লড়েছে এবং জিতেছে। আমরা সবাই সর্বসম্মতভাবে নরেন্দ্র মোদীজিকে নিজেদের নেতা হিসেবে বেছে নিচ্ছি’।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে যে, ‘শ্রী মোদীজির নেতৃত্বে NDA সরকার ভারতের সকল গরিব, মহিলা, যুব, কৃষক এবং শোষিত, বঞ্চিত নাগরিকদের সেবা করবে। দেশের সর্বাঙ্গীণ বিকাশকে সামনে রেখে এদেশের সকল নাগরিকের বিকাশের জন্য NDA সরকার কাজ করে যাবে’।

NDA leader unanimously elect Narendra Modi as their leader

এই বিজ্ঞপ্তির পরেই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে, তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, আগামী ৭ জুন শপথ গ্রহণ করবেন তিনি। সেই সঙ্গেই জওহরলাল নেহেরুর পর এদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে ওই পদে অধিষ্ঠিত হওয়ার নজিরও স্পর্শ করে ফেলবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর