‘আমায় জেলে ঢুকিয়ে দিন’! দেবের কাছে হেরে এ কি বললেন হিরণ?

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ এর লোকসভা নির্বাচনী (Loksabha Election 2024)  প্রচারে শুরু থেকেই প্রকৃত অর্থে ‘কাঁটে কা টক্কর’ চলছিল ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) এবং তৃণমূলের দেব অধিকারীর (Dev Adhikari)। কিন্তু নির্বাচনী প্রচারে সুর চড়ালেও ভোটের রেজাল্ট বার হতেই একেবারে মুখ থুবড়ে পড়েছেন হিরণ। তাই ঘাটাল লোকসভা কেন্দ্রে (Ghatal Constituency) দেবকে হারানো তো দূরের কথা দেবের ধরে-কাছেও ঘেঁষতে পারেননি দেব।

এমনিতে ভিশুরু থেকেই নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন দেব। আর এদিন ভোটের ফল বেরোতেই দেখা গেল হিরণকে কার্যত ধরাশায়ী করে মোট ১ লাখ ৮২ হাজার ভোটে জিতেছেন দেব। তবে ঘাটাল কেন্দ্রে পরাজিত হলেও অসময়ে নিজের দলের কর্মীদের ছেড়ে যাননি বিজেপি প্রার্থী হিরণ। বরং অসময়ে তাদের পাশে দাঁড়িয়ে দিলেন বিশেষ বার্তা।

৪ জুন ভোট গণনার দিন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছিল ব্যাপক হাতাহাতি। এই ঘটনায় আহত হয়েছিলেন দুপক্ষেরই কর্মী সমর্থকরা।  তাদের মধ্যে অন্যতম ছিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। তাদের দেখতেই হাসপাতালে গিয়েছিলেন হিরণ। সেখানে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি সব সময় তাদের পাশে থাকার আশ্বাস-ও দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: জুন মাসের শেষেই আসবে কড়কড়ে নোট! ১০,০০০ টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কারা পাবে জানেন?

এছাড়া এদিন হিরণ তাঁর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ”আপনারা নিশ্চিন্তে থাকুন। ভোটে হার জিৎ হবেই। কিছু হবে না। কেন্দ্রীয় বাহিনী আছে। আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। আপনারাও কর্মী, আমিও কর্মী।’ প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে এখনও মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। আগামী ১৯ জুন পর্যন্ত থাকবেন তাঁরা।

Hiran 1

প্রসঙ্গত দেবের কাছে গো-হারা হেরে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় হিরণকে নিয়ে চলছে ব্যাপক ঠাট্টা-তামাশা। রসিকতা করে অনেকেই বলছেন ,’বাঘে খেল হরিণ।’এই পরিস্থিতিতে পরাজয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এদিন হিরণ বলেছেন, ‘হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় তাহলে আমায় জেলে ঢুকিয়ে দিন। তবে আমার কর্মীদের উপর এভাবে অত্যাচার করবেন না। অনুরোধ করছি।’

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর