ফের হাইকোর্টের তোপের মুখে পশ্চিমবঙ্গ সরকার! ভোট পরবর্তী হিংসা নিয়ে যা বলল আদালত …

বাংলাহান্ট ডেস্ক: গত ৪ তারিখ প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল। ফল প্রকাশের সাথে সাথেই বাংলার একাধিক জায়গা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। ফের একবার ফিরে এসেছে বাংলার ভোট পরবর্তী হিংসার পরিচিত ছবিটা। এই বিষয়টি নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt) অত্যন্ত কড়া অবস্থান নিল বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনায়।

কলকাতা হাইকোর্ট এদিন তীব্র ভর্ৎসনা করে রাজ্যকে।কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, লোকসভা ভোট (Loksabha Election) পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তি সরাসরি ইমেইল মারফত অভিযোগ জানাতে পারবেন রাজ্যের ডিজিকে। সেই অভিযোগ যদি গ্রহণযোগ্য বা আদালতযোগ্য হয় তাহলে স্থানীয় থানাকে উপযুক্ত ধারায় FIR দায়ের করার নির্দেশ দিতে হবে ডিজিকে। 

আরোও পড়ুন : জেলে যাওয়াই হল কাল! অনুব্রত ওয়ার্ডেই ব্যাপক ধাক্কা তৃণমূলে, ফুটল পদ্মফুল

অভিযোগ পাওয়ার পর পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। এছাড়াও রাজ্যের ডিজিকে জমা দিতে হবে ভোট পরবর্তী সন্ত্রাসে অভিযোগের সংখ্যা কটি এবং পুলিশ কটি এফআইআর দায়ের করেছে ও কী পদক্ষেপ গ্রহণ করেছে, সেই সংক্রান্ত রিপোর্ট। তাছাড়াও বলা হয়েছে, এফআইআর দায়ের করার পাশাপাশি সেটি আপলোড করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের পোর্টালে।

আরোও পড়ুন : NDA সরকার গঠনের পরেই আসছে বিরাট চমক! সত্যিই পেট্রোলের দাম কমাবেন মোদি?

অভিযোগ জমা পড়ার পর প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। এদিন বিচারপতি বলেন,  “এরাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস কোনও অপরিচিত শব্দ নয়। সরকার যদি রাজ্যবাসীর জীবনরক্ষায় ব্যর্থ হয়, তাহলে আদালত উপযুক্ত নির্দেশ দেবে। আমরা রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

Calcutta HC

আইনজীবী সুস্মিতা দত্ত সাহা বলছেন, গোটা রাজ্যে বিরোধীদলের মোট ১১ জন কর্মী ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়েছেন। অবিলম্বে সেই কর্মীদের নিরাপত্তার জন্য আর্জি জানিয়ে আকর্ষণ করা হয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। তবে হাইকোর্ট কড়া হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর