জোরদার টক্কর! মুখ্যমন্ত্রীর বিধানসভাতেই বিরাট উত্থান বিজেপির, পরিসংখ্যান বাড়াচ্ছে তৃণমূলের চিন্তা

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) সামগ্রিকভাবে রাজ্যে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে তৃণমূল। বলা ভালো যে, লোকসভা ভোটের ফলাফল প্রকাশ পাওয়ার পর রাজ্যে রীতিমতো সবুজ ঝড় পরিলক্ষিত হয়েছে। যদিও, এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভার কেন্দ্রতেই জোড়াফুলকে কড়া টক্কর দিল বিজেপি।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী মালা রায়। এই কেন্দ্র বরাবরই তৃণমূলের অন্যতম “গড়” হিসেবে বিবেচিত হয়। এদিকে, রাজ্যে পালাবদলের আগে পর্যন্ত এই কেন্দ্রেই সাংসদ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই কেন্দ্রে সাংসদ হিসেবে নির্বাচিত হন সুব্রত বক্সী। যদিও এবার, সেখানকার সাংসদ হলেন মালা রায়।

 In the Lok Sabha Election, BJP has a big rise in the Chief Minister's Assembly.

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ কলকাতা থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে তিনি প্রথমবার জিতেছিলেন। এমতাবস্থায়, এবারে তিনি ছিলেন বিদায়ী সাংসদ। এদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর বিপক্ষে ছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। পাশাপাশি, সিপিএমের হয়ে টক্কর দিয়েছিলেন সায়রা শাহ হালিম। যদিও, নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায় যে গতবারের থেকে ভোটের ব্যবধান আরও বাড়িয়ে মালা রায় জয়ী হয়েছেন।

আরও পড়ুন: ভারতে রিনিউয়েবল এনার্জি ও বৈদ্যুতিক যানবাহনে ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, হয়ে গেল ফাইনাল

এমতাবস্থায়, এই দক্ষিণ কলকাতা কেন্দ্রের মধ্যেই রয়েছে ভবানীপুর বিধানসভা। যার বিধায়ক হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অথচ সামগ্রিক ফলাফলের নিরিখে এই বিধানসভা এলাকায় বিরোধী দল বিজেপির থেকে মাত্র ৮ হাজার ভোটে এগিয়েছে তৃণমূল। অর্থাৎ, সংশ্লিষ্ট বিধানসভায় পরিলক্ষিত হয়েছে তুমুল টক্কর। জানিয়ে রাখি যে, ভবানীপুরে তৃণমূল প্রার্থী মালা রায় পেয়েছেন ৬২,৪৬১ ভোট। অপরদিকে, গেরুয়া শিবিরের প্রার্থী দেবশ্রী পেয়েছেন ৫৪,১৬৪। এছাড়াও, সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ১৪,০০৬ টি ভোট।

আরও পড়ুন: লোকসভাতে ভরাডুবি! কিন্তু বিধানসভায় ভালো পারফরম্যান্স বিজেপির, এগিয়ে গেলেন শুভেন্দুরা

এদিকে, আমরা যদি পাশের বিধানসভা অর্থাৎ রাসবিহারীর দিকে তাকাই সেক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান রয়েছে আরও কম। ওই ব্যবধান হল মাত্র ১,৬৯১। অপরদিকে, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই খবরের শিরোনামে ছিল সন্দেশখালি। উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের এই বিধানসভা এলাকায় ফলাফলের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। ওই বিধানসভায় বিজেপির প্রার্থী রেখা পাত্রের প্রাপ্ত ভোটের সংখ্যা হল ৯৫,৮৬২। অপরদিকে, তৃণমূলের জয়ী প্রার্থী হাজি নুরুল ইসলাম পেয়েছেন ৮৭, ৪৭৫ ভোট। ওই কেন্দ্রে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ISF এবং বামেরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর