DA অতীত! ভোটে জিতেই সরকারি কর্মীদের বড় উপহার, এবার মিলবে কয়েক লক্ষের সুবিধা

বাংলা হান্ট ডেস্কঃ ভোট শেষ হতেই ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য বিরাট খবর। চলতি বছর একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার তাতে যোগ হল আরও নতুন উপহার। লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। এবার গ্রাচুইটি (Gratuity) নিয়ে বড় আপডেট।

প্রসঙ্গত কিছুদিন আগেই ফের একদফায় ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। আগে ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Workers)। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশে পৌঁছেছে। ওদিকে মহার্ঘ ভাতার পাশাপাশি সম্প্রতি একাধিক আরও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র। সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার তার কর্মীদের গ্র্যাচুইটির সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৫ শতাংশ অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি
বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আগে গ্র্যাচুইটির সীমা ছিল ২০ লক্ষ টাকা। এবার থেকে এক ধাক্কায় তা বেড়ে হল ২৫ লক্ষ টাকা। ১ জানুয়ারি ২০২৪ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

যদিও এর আগে এপ্রিল মাসে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি (Gratuity) এবং ডেথ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যদিও গত ৭ মে আবার একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানায়, গ্র্যাচুইটির সীমা বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে।

Central Government employees Dearness Allowance DA hike latest update

আরও পড়ুন: রেখার হার, বসিরহাটে তৃণমূলের বিপুল জয় নিয়ে এই প্রথম মুখ খুললেন সন্দেশখালির শাহজাহান

বিজ্ঞপ্তি জারি করে ইপিএফও জনিয়ে দেয়, আপাতত গ্র্যাচুইটির সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত তা স্থগিত রাখা হচ্ছে। এর পেছনে কোনো কারণ উল্লেখ করেনি সরকার। কিন্তু, এখন এটা স্পষ্ট যে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমা হবে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর