মদ্যপ অবস্থায় প্রৌঢ়কে মারধর আইসির! ভোট মিটতেই পুলিশি তাণ্ডব বিষ্ণুপুরে, ঝাঁঝালো আক্রমণ সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে সম্পন্ন হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। ৪ জুন ফলাফল ঘোষণার সঙ্গেই দিল্লি দখলের লড়াইয়ের যবনিকা পতন হয়েছে। এরপর বাংলার নানান প্রান্ত থেকে উঠে আসছে বিক্ষিপ্ত হিংসার খবর। এবার যেমন বিষ্ণুপুরে এক প্রৌঢ়কে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন নবনির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

শুক্রবার বিকেল পৌনে চারটে নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে তিনটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেন বিষ্ণুপুরের (Bishnupur) BJP সাংসদ। ছবিগুলিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন একজন ব্যক্তি। পোস্টের ক্যাপশনে লেখা, ‘আইসি অন্তনু সাঁতরা মদ্যপ অবস্থায় এভাবে বিষ্ণুপুরের নিরীহ মানুষদের ওপর আক্রমণ করেছেন। উনি ওই ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করেছিলেন যাতে আর কেউ ওনার সামনে গিয়ে কোনও কথা না বলতে পারেন’।

এই পোস্টে একটি ভিডিও-ও শেয়ার করেছেন সৌমিত্র। সেখানে একজন মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে। সেই মহিলার স্বামীই পুলিশি অত্যাচারের জেরে হাসপাতালে ভর্তি বলে দাবি করা হয়েছে। ওই ভিডিও-তে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিতে দেখা যাচ্ছে ওই মহিলাকে।

আরও পড়ুনঃ শুরু খেলা! নিশীথ হারতেই কোচবিহারে জোর ধাক্কা BJP-র, ১০ পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে

তিনি বলেন, ভোটের ফল ঘোষণার দিন কিছু অশান্তি হয়েছিল। এরপর আচমকাই গতকাল তাঁদের বাড়িতে পুলিশ আসে। দরজা খুলে দেখেন, তিনজন দাঁড়িয়ে। সেই সময় তাঁর স্বামী ঘুমোচ্ছিলেন বলে দাবি করেছেন ওই মহিলা।

তিনি বলেন, দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ওই তিন ব্যক্তি বলেন আইসি ডাকছে। এরপর তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে তাঁরা চলে যায়। এরপর রাত ৮টা নাগাদ ওই মহিলা থানায় গিয়ে দেখেন, রক্তারক্তি কাণ্ড! তাঁর স্বামীকে মারধর করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। তাঁর স্বামীর অবস্থা বিশেষ ভালো নয় বলেও জানিয়েছেন ওই মহিলা। একইসঙ্গে জানান, মারধরের জেরে তাঁর স্বামীর দাঁতগুলোও আর নেই!

Saumitra Khan

তাঁর স্বামীর ওপর এমন নির্মম অত্যাচার পুলিশই করেছে বলে দাবি করেন ওই মহিলা। আক্ষেপের সুরে বলেন, ‘ভালো মানুষটাকে ঘর থেকে নিয়ে গেল। আর তারপর এসব করল’। নিজের এই পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর অফিস, স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস এবং বাঁকুড়া এসপিকে ট্যাগ করেছেন সৌমিত্র।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর