মালব্যের জন্য সুন্দরী সরবরাহের ভুয়ো অভিযোগ! অমিতের পাল্টা তীরে বিপাকে শান্তনু সিনহা

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) পশ্চিমবঙ্গের বিজেপির পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। যার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। ঠিক এই আবহই এবার একটি চাঞ্চল্যকর পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার ভাই শান্তনু সিনহা। শুধু তাই নয়, শান্তনু সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের (Amit Malviya) দিকে। যেখানে তিনি জানিয়েছেন বাংলার একাধিক নেতা নাকি অমিত মালব্যকে মহিলা জোগান দিয়ে পদ পেয়েছেন।

এদিকে স্বাভাবিকভাবেই নির্বাচনের ফল ঘোষণার পর এহেন চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসায় ফের তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। এমনকি, শান্তনুর এই সংক্রান্ত ফেসবুক পোস্টটিও রীতিমতো ভাইরাল হতে শুরু করে। তবে এবার, এই পোস্টের পরিপ্রেক্ষিতে নেওয়া হল অ্যাকশন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এহেন পোস্টে ভুল তথ্য প্রদান এবং মানহানির কারণে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শান্তনুর উদ্দেশ্যে।

A major step has been taken on the false allegations leveled against Amit Malavya.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শান্তনু ওই পোস্টটি করেছিলেন গত শুক্রবার। যেখানে তিনি একদম প্রথম লাইনেই লিখেছিলেন, “অমিত মালবিয়া কি এখনও কলকাতার ফাইভ স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে?” এছাড়াও তিনি সেখানে এটাও লেখেন যে, “বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে, কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে?”

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! পাকিস্তানের বিরুদ্ধে এইভাবে দল সাজাচ্ছে ভারত, কাদের ওপর ভরসা রাখছেন রোহিত?

আর এইভাবেই তিনি তাঁর পোস্টের মাধ্যমে একাধিকবার আক্রমণ শানিয়েছেন অমিতের বিরুদ্ধে। এমতাবস্থায়, শান্তনুর উদ্দেশ্যে পাঠানো হল লিগ্যাল নোটিশ। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি অমিত মালব্যের বিরুদ্ধে ভুয়ো এবং মানহানিকর তথ্য উপস্থাপিত করেছেন। পাশাপাশি জানানো হয়েছে, এই অভিযোগের প্রকৃতি অত্যন্ত আপত্তিকর। যেটি তাঁর খ্যাতি এবং পেশাদার জীবনেও প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: একলাফে ৩ গুণ সস্তা হচ্ছে টিকিট! ১ জুলাই থেকেই ভাড়া কমছে ৫৬৩ লোকাল ট্রেনের

এর পাশাপাশি সেখানে এটাও বলা হয়েছে যে শান্তনু সিনহার ওই ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে অমিত মালব্যের পরিচিত ব্যক্তিরা অত্যন্ত অবাক হয়েছেন। এছাড়াও, ওই পোস্টের  বিষয়টি সংবাদ মাধ্যমের দ্বারা খবরের শিরোনামে উঠে আসায় সেটি যে খুব সহজেই বড় প্রভাব ফেলছে সেই বিষয়টিও সেখানে উপস্থাপিত করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর