তিনদিন ভোগান্তি, কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে শিয়ালদায়? বড় খবর দিল পূর্ব রেল

বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদা ডিভিশনের রেল প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য বিগত দুদিন ধরে চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। শুক্রবার প্রথম দিন যেন তেন প্রকারে কেটে গেলেও শনিবার থেকে ভোগান্তি একেবারে চরমে উঠতে শুরু করে নিত্যযাত্রীদের। বেলা বাড়ার সাথে সাথে আরও খারাপ হয়েছে রেল পরিষেবা। দিনভর বহু ট্রেন বাতিল থাকার পাশাপাশি যে ট্রেন গুলি চলেছে তাও পৌঁছেছে অসম্ভব দেরিতে। এর মধ্যে অধিকাংশ ট্রেনই কোনো নির্দিষ্ট সময়সূচী মেনে চলেনি।

যার ফলে সূর্য যখন ঠিক মাথার উপর সেই সময় প্রচন্ড গরমের মধ্যেই ঘন্টার পর ঘন্টা রেল লাইনের উপর ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম অস্বস্তিতে পড়েছিলেন লোকাল ট্রেনের যাত্রীরা। একইভাবে ভোগান্তির শিকার হয়েছেন এক্সপ্রেস এবং মেমু ট্রেন যাত্রীরাও। এসবের মধ্যেই দারুন আশার খবর শোনাল পূর্ব রেল কর্তৃপক্ষ। এদিন পূর্ব রেলের তরফে জানানো হয়েছে রবিবারেই শিয়ালদার নির্ধারিত প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে।

আর তারপরেই স্বাভাবিক হয়ে যাবে রেল পরিষেবা। তবে যেহেতু নতুন সিস্টেম তাই ঠিকঠাক কাজ করতেও প্রচুর সময় লেগে যেতে পারে। সেকথা মনে করিয়ে দিয়েই রেলকর্মীদের একাংশ বলছেন ‘নতুন জুতো পরলে যেমন পায়ে ফোস্কা পড়ে, তেমনই নতুন ‘সিস্টেম’ ঠিকঠাক কার্যকর হতেও সময় লাগে।’তাই রবিবার দুপুরে কাজ শেষ হলেও পরিষেবা স্বাভাবিক হতে সোমবার সকাল গড়িয়ে বিকেল হয়ে যেতে পারে। যার ফলে সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্য যাত্রীরা।

আরও পড়ুন: লোকাল ট্রেনই লেট সাড়ে ৮ ঘণ্টা! শিয়ালদায় নজিরবিহীন কাণ্ড, তারপর যা করল যাত্রীরা …

প্রসঙ্গত শিয়ালদা উত্তর এবং মেন শাখার সমস্ত ট্রেন চলাচল করে ১ থেকে ১৪ নম্বর প্লাটফর্ম এর মধ্যে দিয়ে। কিন্তু এতদিন এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য এবং আকার ছোট হওয়ায় এই প্লাটফর্ম গুলি থেকে ১২ কোচের ট্রেন চালানোর যেত না। তাই এই সমস্ত প্ল্যাটফর্ম গুলিতেও ১২ কোচের ট্রেন চালানোর উদ্দেশ্যেই প্ল্যাটফর্ম   সম্প্রসারণের কাজ চলছে।

Sealdah Special Train

তবে কবে থেকে চলবে ১২ কোচের লোকাল ট্রেন? এ প্রসঙ্গে বড় আপডেট দিয়েছেন পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন, ‘শিয়ালদহের কাজ রবিবার দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে ১২ কামরার ট্রেন চলাচল করবে সামনের মাসের প্রথম দিক থেকে।’ তবে নির্দিষ্ট সময় এখনও পর্যন্ত জানাননি রেল কর্তৃপক্ষ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর