বিশেষ অভিযানে নিহত মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত ১২ জঙ্গী

বাংলা হান্ট ডেস্ক: মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানালেন মিশরের রাজধানী কায়রোতে এক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছে ১২ জঙ্গী।

এই হামলার ঠিক একদিন আগে মিশরের গির্জা পিরামিড এর কাছে একটি পর্যটক বাসে এই জঙ্গি দল রোডসাইড বোমা হামলা চালায়।
b6543 images 94
এই হামলায় বসে থাকা তিনজন ভিয়েতনামে পর্যটক ও তাদের মিশরীয় গাইড কে হত্যা করেছিল।

মুসলিম ব্রাদারহুডের সাথে যুক্ত এই হাসান নামের সশস্ত্র দলটির আস্তানায় হামলা চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর