অপেক্ষার অবসান! টানা ৪ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। সকালে সূর্যের আলো ফুটতেই ভ্যাপসা গরম। রাতেও কমছে না জ্বালাপোড়া। মাঝে কিছুদিন গরম কম থাকলেও জুনের শুরু থেকে হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। আজও কলকাতায় (Kolkata) কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শীঘ্রই ঝমঝমিয়ে শুরু হবে। এমনই আপডেট দিল আবহাওয়া দপ্তর (Weather Office)।

কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আপাতত দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু’দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলা গুলিতে সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি পৌঁছতে পারে। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি থাকবে। আগামী তিন দিন আর্দ্র আবহাওয়া বজায় থাকবে।

weather 988

আরও পড়ুন: ফের DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের? সামনে বিরাট আপডেট, এক খবরেই তোলপাড়

ওদিকে উত্তরে বৃষ্টি হলেও বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। শনিবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর