ভোট মিটতেই ইস্তফা! হঠাৎ বিধায়ক পদ থেকে সরলেন TMC-র চার হেভিওয়েট, শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটে চমকপ্রদ ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বাংলার বহু বিধায়ক এবার সংসদের পথে হাঁটা দিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে, জুন মালিয়া, পার্থ ভৌমিক (Partha Bhowmick) সহ বেশ কয়েকজনের। এবার তাঁদের নিয়েই সামনে এল বড় আপডেট। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন পার্থ, জুন সহ TMC-র চারজন।

এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ব্যারাকপুর থেকে জয়ী হয়েছেন নৈহাটির বিধায়ক (MLA) পার্থ। অন্যদিকে মেদিনীপুরের বিধায়ক জুন ওই লোকসভা কেন্দ্রে বাজিমাত করেছেন। TMC বিধায়ক অরূপ চক্রবর্তী এবং জগদীশ বর্মা বাসুনিয়াও যথাক্রমে বাঁকুড়া এবং কোচবিহার থেকে জয়ী হয়েছেন। এবার এই চারজনই নিজ নিজ কেন্দ্রের বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন।

আরও পড়ুনঃবন্ধ হচ্ছে NEET-এর কাউন্সেলিং? এবার বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, তোলপাড় দেশ

আসলে সংসদে গিয়ে লড়তে হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। অনেকে মনোনয়ন জমা দেওয়ার সময়ই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কেউ কেউ আবার নির্বাচনে জেতার পর সরে দাঁড়াচ্ছেন। লোকসভা ভোটে কার্যত ‘লেটার’ নিয়ে পাশ করার পর এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন জুন (June Malia), পার্থ, অরূপ (Arup Chakraborty), জগদীশরা (Jagadish Barma Basunia)।

তবে বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেও, রাজ্যের সেচমন্ত্রীর দায়িত্ব কিন্তু পার্থই সামলাবেন। রাজ্য বিধানসভার নির্বাচনে জয়ী না হয়েও মন্ত্রী হওয়া যায়। তবে আগামী ৬ মাসের মধ্যে ফের তাঁকে উপনির্বাচনে জয়ী হয়ে আসতে হয়। তাই আপাতত পার্থর হাতে এখনও মাস ছয়েক সময় রয়েছে।

June Malia Partha Bhowmick Jagadish Barma Basunia Arup Chakraborty

এদিকে আবার জানা যাচ্ছে, শীঘ্রই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থর ওপরেই এই প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব ছিল। এখনও যেহেতু তিনি রাজ্যের সেচমন্ত্রী আছেন, তাই শীঘ্রই তাঁকে এবং দেবকে নিয়ে আলাদা করে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। এরপর ঘাটালবাসীর জন্য কোনও সুখবর আসে কিনা সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর