গার্ডেনরিচ কাণ্ডের জের! বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা

বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর গার্ডেনরিচে একটি বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পর থেকে ফের শিরোনামে উঠে এসেছে শহর কলকাতার অবৈধ নির্মাণ। খোদ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র ফিরহাদ হাকিমের এলাকায় এমন ঘটনা ঘটায় তাতে যোগ হয় অন্য মাত্রা। বেজায় চাপে পড়ে KMC। তবে এরপর থেকে অবৈধ নির্মাণ রুখতে নানান রকম পদক্ষেপ গ্রহণ করছে পুরসভা। এবার যেমন বেআইনি নির্মাণ (Illegal Construction) নিয়মিতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

প্রায় প্রত্যেক সপ্তাহেই পুরসভার কাছে বেআইনি নির্মাণ নিয়মিতকরণের আবেদন জমা পড়ে। এতদিন অবধি একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে ওই নির্মাণ নিয়মিতকরণ করে নেওয়া যেত। তবে গার্ডেনরিচের ঘটনার (Garden Reach Building Collapse) পর থেকে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, এবার থেকে চাইলেই আর সহজে অবৈধ নির্মাণ নিয়মিতকরণ করা যাবে না। তার জন্য দরকার হবে ‘স্ট্রাকচারাল সার্টিফিকেট’ বা ‘কাঠামোগত শংসাপত্র’।

আরও পড়ুনঃ আকাশে মেঘের আনাগোনা! আজ বৃষ্টিতে ভিজবে কলকাতা? কী বলছে হাওয়া অফিস?

বিল্ডিং বিভাগ সূত্রে জানা যাচ্ছে, এবার থেকে বেআইনি নির্মাণ নিয়মিতকরণের জন্য স্ট্রাকচারাল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। এই শংসাপত্র পাওয়ার জন্য KMC-এর কাছে আবেদন কোর্টে হবে। এরপর তার ভিত্তিতে পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওই নির্মাণের পরিস্থিতি খতিয়ে দেখবেন। নির্মাণের গঠন ঠিক আছে কিনা, ওই নির্মাণের কোনও অংশ ভেঙে পড়তে পারে কিনা, এমন নানান প্রশ্নের উত্তর খতিয়ে দেখার পরেই ‘স্ট্রাকচারাল সার্টিফিকেট’ প্রদান করা হবে।

এদিকে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের অবৈধ নির্মাণ সম্বন্ধিত বিষয়ে নজরদারির জন্য মাত্র একজন বিশেষ আধিকারিক (বিল্ডিং) রয়েছেন। যদি এই নিয়ম চালু হয় সেক্ষেত্রে আরও কয়েকজন আধিকারিককে নিয়োগ করা হতে পারে বলে খবর। তবে এই নতুন নিয়ম নিয়ে পুরসভার একাংশ আবার প্রশ্নও তুলতে শুরু করেছেন।

kolkata municipal corporation kmc

অবৈধ নির্মাণ কোর্টে প্রোমোটাররা পুর আধিকারিকদের টাকার প্রলোভন দিয়ে থাকেন। সেই ফাঁদে অনেকে পড়ে যান। এবার ‘স্ট্রাকচারাল সার্টিফিকেট’ দেওয়ার নিয়ম হলে আবার ইঞ্জিনিয়ারদের টাকার প্রলোভন দেওয়া শুরু হবে না তো? তাই সব দিক বিচার বিবেচনা করেই এগোতে চায় KMC।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর