মিম শেয়ার করে ভুল কিছু করিনি আমি, বললেন বিবেক ওবেরয়

 

বাংলা hunt ডেস্ক : গতকাল প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রাই বচ্চন কে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়, এরপর থেকেই তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে এই বলিউড অভিনেতা কে, এমনকি ইতিমধ্যে তার বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে মহারাষ্ট্র মহিলা সমিতি।যদিও অন‍্যদিকে বিবেকের দাবি এমন কিছুই খারাপ করেননি তিনি যার জন্য তাকে এত সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

বলিউড প্রেমীদের কাছে ঐশ্বর্য রাই এবং সলমন খানের প্রেম পর্বের বিষয়টি নতুন কিছু নয় , একসময় তাদের মধ্যে তৈরী হয়েছিল ঘনিষ্ঠতা।যদিও তা বেশিদিন স্থায়ী হয়নি এবং তার যবনিকাপাত হয় এক বিতর্কের মধ্যে দিয়ে।

 

এই সম্পর্কে তৃতীয় মানুষ হিসেবে আগমন হয়েছিলো সেই সময়ের অন‍্যতম সেরা অভিনেতা বিবেক ওবেরয়ের।সলমনের সাথে যখন সম্পর্ক তলানিতে ঠেকেছে তখন ক্রমশ বিবেকের প্রেমে পড়েছিলেন ঐশ্বর্য।বিষয়টি একেবারে ভালো চোখে দেখেননি ভাইজান।তার পরে কি হয়েছিল সেই সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল।তাই নতুন করে এই বিষয়ে আর কিছু বললাম না।

a3c94 img 20190521 wa0025
সদ‍্য শেয়ায় হওয়া মিমে ফিরে এলো এইবার সেই প্রসঙ্গ ভোটের আবহে।যেখানে “ওপিনিয়ান পুল ” নামক শীর্ষকে দেখা যাচ্ছে সলমন ঐশ্বর্যের ছবি।এক্সিট পুলে বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য আর রেজাল্টে অভিষেক, আরাধ‍্যার সাথে ঐশ্বর্য।এই মিমটি পরবর্তী সময়ে টুইট করে শেয়ার করেছেন বিবেক।যার প্রশংসা শোনা গেল ” সাথিয়া ” খ‍্যাত অভিনেতার টুইটে।ইতিমধ্যে বিষয়টি হয়েছে ভাইরাল।যা ঘিরে তৈরী হয়েছে তীব্র বিতর্ক।

সম্পর্কিত খবর