আবাস যোজনায় আরও বেশি টাকা দেবে সরকার! তৃতীয়বার ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত মোদির

বাংলা হান্ট ডেস্ক: সোমবার ১০ জুন তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০১৪ এবং ২০১৯ সালের পর ২০২৪-এ আরও  একবার দিল্লির মনসাদে বসলেন পিএম মোদি। সেই সাথেই এদিন তাঁর হাত ধরে শুভ সূচনা হলো মোদি ৩.০-র। প্রতিবারের মতো এবারও শপথ গ্রহণের সময় নিজের চেনা মেজাজেই ধরা দিয়েছিলেন নমো।

সপ্তাহের শুরুতে শপথ বাক্য গ্রহণ করার পর আজ মঙ্গলবার ছিল তৃতীয় দফায় তাঁর  প্রধানমন্ত্রীত্বের প্রথম দিন। তাই এদিন শুরু থেকেই তাঁর গতিবিধির উপর নজর ছিল গোটা দেশবাসীর। কর্মক্ষেত্রে প্রথম দিনের অভিজ্ঞতা বরাবরই নতুন হয়। আর এদিন তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর আজ ছিল তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে নরেদ্র মোদির প্রথম দিন।

সকালেই সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে সেখানে গোটা মন্ত্রিসভার উপস্থিতিতেই নতুন উদ্যমে কর্মযজ্ঞ শুরু হয় মোদি ৩.০-র। এদিন অফিসে বসে নরেন্দ্র মোদি প্রথমেই কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প ‘পিএম কিষাণ নিধি’ (PM Kishan Nidhii)-র ফাইলে সই করেন। সেইসাথে তিনি জানান, ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণের কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই দায়িত্ব গ্রহণের পর সবার প্রথম কৃষকদের কল্যাণের উদ্দেশে এই ফাইলে সই করা উচিত বলে মনে হয়েছে। আমরা কৃষিক্ষেত্র ও কৃষকদের জন্য আগামীদিনে আরও কাজ করতে চাই।’

আরও পড়ুন: রাজ্যে মহার্ঘ্য হতে চলেছে বিদ্যুৎ! এক ধাক্কায় ৪৪ থেকে ১০০% বাড়ছে খরচ, কত টাকা বেশি দিতে হবে?

প্রধানমন্ত্রী এদিন স্বাক্ষর করার পরেই এই পিএম কিসান নিধির ১৭ তম কিস্তির টাকা দেবে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে এই প্রকল্পে কেন্দ্রের ব্যয় হবে মোট  ২০ হাজার কোটি টাকা। এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন দেশের  প্রায় ৯.৩ কোটি কৃষক।

 

PM Modi 1

বিশেষজ্ঞদের একাংশের দাবি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা (Pradhan Mantri Gramin Aawas Yojana)-এর অধীনে অতিরিক্ত প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার এই যোজনার সুবিধাভোগীদের আর্থিক সাহায্যের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর