বাংলা hunt ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছিল পরিচালক নভদীপ সিংয়ের পরবর্তী ছবি ” লাল কাপ্তান ” ছবির পোস্টার।এর আগে ” এন এইচ ১০ ” এর মতো ছবি পরিচালনা করেছিলেন এই পরিচালক তাই স্বাভাবিক ভাবেই এই ছবির প্রতি সকলের এক উৎসাহ তৈরী হয়েছে।এই ছবিতে অভিনয় করছেন স ইফ আলী খান, ছবিতে তার লুকস ইতিমধ্যে হয়েছে ভাইরাল, যা ঘিরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে সিনে প্রেমী মানুষদের মধ্যে।ছবিতে এক সাধুর বেশে দেখা যাবে সইফ কে ।
অন্যদিকে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে খানিকটা অভিমানের সুর ধরা পড়লো বলিউড অভিনেতা সইফ আলী খানের।এমনকি নিজের ” পদ্মশ্রী ” পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।সাম্প্রতিক সময়ে একাধিক ছবিতে দারুণ অভিনয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যে সমীহ আদায় করে নিয়েছিলেন শর্মিলা পুত্র।এমনকি তার অভিনীত ” সেক্রেড গেমস ” সিরিজ টি ঋতিমতো সাড়া ফেলেছিলো দর্শকদের মধ্যে, তাহলে হঠাৎ এমন কি হলো যে মনখারাপ এই অভিনেতার ? এর অন্যতম কারন হিসেবে নেটিজেনদের দায়ী করেছেন তিনি।
অনেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার বিরুদ্ধে সওয়াল তোলার কথা বলেছেন তিনি।সেখানে তার কথা অনুযায়ী তার ছেলের নাম তৈমুর রাখা থেকে শুরু করে রেস্টুরেন্টে মারপিট সব কিছুকেই নিয়ে তীব্র সমালোচনা হয় তার।শুধু তাই নয়, তার সাম্প্রতিক সময়ে ” সেক্রেড গেমস ” এ অভিনয় কে তেমন ভাবে গ্রহণ করেননি কেউ, তাই সব মিলিয়ে খানিকটা হতাশ সইফ।অভিমানে বলেছিলেন এমন কথা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার