“এক্সিট পোলের জল্পনা মিথ্যে ” ঃ প্রিয়াঙ্কা গান্ধী

 

বাংলা হান্ট ডেস্ক ঃ গত রোববার সপ্তম দফায় সম্পন্ন হয়ে গিয়েছে লোকসভার নির্বাচন। ২৩ শে মে নির্বাচনের ফলাফল। আপাতত প্রকাশ পেয়েছে এক্সিট পোল আর তাতে দেখা গিয়েছে ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিএ সরকার। কিন্তু একথা মানতে রাজি নন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

 

নির্বাচনের ফলাফলের আগেই তিনি বলেন, “এক্সিট পোলের জল্পনা মিথ্যে। এটা আসলে আমাদের আত্মবিশ্বাস নষ্ট করার একটা পরিকল্পনা।

f4281 img 20190521 210217

আপনারা কেউ আত্মবিশ্বাস হারাবেন না। শুরু থেকে আমরা যেভাবে কঠোর পরিশ্রম করেছি তার ফল পাবোই। এখন দেখার বিষয় ২৩শে মে শেষ হাসি কে হাসে।

সম্পর্কিত খবর