কিছুক্ষণেই বদলে যাবে তিন জেলার আবহাওয়া, দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি! আবহাওয়ার আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ হাঁসফাঁস গরমে রীতিমতো পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal)। ঘর থেকে বাইরে বেরনো দায়। বাড়িতে বসেই ঘেমে স্নান করে যাচ্ছে মানুষ। আপাতত বৃষ্টির মুখাপেক্ষী হয়ে রয়েছেন প্রত্যেকে। এবার বৃষ্টি (Rain Forecast) নিয়েই বিরাট আপডেট দিল হাওয়া অফিস। তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর (Weather Update)।

একদিকে দক্ষিণবঙ্গ যখন গরমের ঠেলায় বেসামাল, তখন উত্তরবঙ্গে (North Bengal) ঝেঁপে বৃষ্টি হচ্ছে। প্রায় নিত্যদিনই বৃষ্টিতে ভিজছে উত্তরের জেলাগুলি। বৃহস্পতিবার উত্তরের তিন জেলার জন্যই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হতে চলেছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমে দাবদাহ এবং বাকি জেলাগুলিতে গরমজনিত অস্বস্তি বজায় থাকবে। তিনটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে আজকেও।

আরও পড়ুনঃ পুনরায় পরীক্ষা দিতে হবে! NEET মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, তোলপাড় দেশ!

হাওয়া অফিসের অনুমান, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা আবার বলছেন, আগামী সপ্তাহে বর্ষা প্রবেশ করতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

এদিকে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সেখানে রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তিরি হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি মেঘালয়, সিকিম, ভুটান, অসমে অতি ভারী বৃষ্টিপাতের দরুন নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে পার্বত্য এলাকায় আবার ধস নামতে পারে বলে জানানো হয়েছে।

Rain forecast in South Bengal North Bengal Kolkata West Bengal weather update 13th June

বৃহস্পতিবার তথা আজও উত্তরের ওপরের দিকের ৫টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে এদিন। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী দু’টি জেলা বাদে বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর