বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় নাগরিক হিসেবে, এই মুহূর্তে আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয় পত্র হল আধার কার্ড (Aadhar Card)। তাই এখনকার দিনে সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার হয় আধার কার্ড। এখন কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী এই আধার কার্ডের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ নথি যেমন প্যানকার্ড,রেশন কার্ড (Ration Card) লিঙ্ক (Link) করানোও অত্যন্ত জরুরী।
কিন্তু যে বা যারা এখনও আধার কার্ডের সঙ্গে এই সমস্ত তথ্য লিংক করাননি আগামীদিনে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন তারা। তবে এবার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার বিষয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসেই সরকার PDS -র অধীনে সুবিধা পেতে গ্রাহকদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক করেছিল।
তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা না হলে বাধ্যতামূলকভাবে PDS-এর সমস্ত সুবিধা থেকে গ্রাহকরা বঞ্চিত থাকবেন বলে জানানো হয়েছিল। সেই সাথে বেঁধে দেওয়া হয়েছিল আধার লিঙ্ক করানো নির্দিষ্ট সময়সীমা। যা, ইতিমধ্যে বহুবার পরিবর্তিত হয়েছে। আর এতদিন জানা যাচ্ছিল আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানোর শেষ তারিখ হল ৩০ জুন। কিন্তু এবার আরও একবার সেই সময়সীমা পিছিয়ে গ্রাহকদের দারুন সুখবর দিল কেন্দ্র। যার ফলে হাতে সময় না থাকায় যারা চিন্তায় ছিলেন তারা এবার বেশ স্বস্তি পেয়েছেন।
রেশন কার্ডের কেওয়াইসি করার পদ্ধতি:
জানা যাচ্ছে অনলাইনে কেওয়াইসি করানোর জন্য আধার কার্ড আপডেট থাকা খুবই জরুরী। তবে কেউ যদি অনলাইনে আধার কার্ডের কেওয়াইসি করাতে না চান তাহলে তিনি নিকটবর্তী কোনো রেশন ডিলারের কাছে গিয়েও আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করিয়ে নেওয়ার পাশাপাশি গ্রাহকের রেশন EKyc করিয়ে নিতে পারবেন। তবে কেউ চাইলে ঘরে বসে নিজেও কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন।
আরও পড়ুন: গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, আর বৃষ্টিতে ফুঁসছে তিস্তা! বর্ষা নামতেই বন্ধ দার্জিলিং যাওয়ার রাস্তা
অনলাইনে KYC আপডেট
প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ – এ ক্লিক করতে হবে
এরপর রেশন কার্ড অপশনের মধ্যে থেকে Check the status of your Ration Card অপশনে ক্লিক করতে হবে।
এবার রেশন কার্ড নম্বর আর ক্যাটাগরি সিলেক্ট করে সঠিক Captcha Code দিতে হবে।
এরপর সার্চ করলেই স্ক্রিনে ভেসে উঠবে রেশন কার্ডের স্ট্যাটাস।
এবার যদি স্ট্যাটাস অ্যাকটিভ দেখায় তাহলে কোনো সমস্যা নেই , কিন্তু ডিঅ্যাক্টিভেট দেখলেই রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করতে হবে।
এক্ষত্রে খাদ্য দফতরের পেজ থেকে Do E-KYC অপশনে ক্লিক করে সেখান থেক Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করতে হবে।
এরপর যে পেজ খুলবে সেখানে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
পরের ধাপে Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করে Send OTP অপশনে ক্লিক করতে হবে।
এরপর মোবাইলে যে OTP আসবে সেটা নির্দিষ্ট জায়গায় দিয়ে Submit করতে হবে।
একেবারে শেষে সমস্ত তথ্য যাচাই করে Verify and Submit অপশন ক্লিক করলেই অ্যাকটিভ হয়ে যাবে রেশন কার্ড।