প্রভাবশালীর কোম্পানিতে ঢুকেছে প্রাথমিক দুর্নীতির ৩০ কোটি! হাইকোর্টে হাটে হাঁড়ি ভাঙল CBI

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Ccorruption Case) এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার আদালতে একটি মুখ বন্ধ খামে রিপোর্ট (Report) দিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছে সিবিআই (CBI)। সেখানে তাদের দাবি তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মূল সুবিধাভোগির হয়ে অন্তত ৩০০ কোটি (30 Crore) টাকা তুলেছেন একজন মিডলম্যান।

ওই মিডলম্যানের মাধ্যমেই টাকা পৌঁছেছে মূল সুবিধাভোগী প্রভাবশালীর ব্যাংক অ্যাকাউন্টে। সেই সাথে তার অ্যাকাউন্টে ঢুকেছে আরও বেশ কিছু দুর্নীতির টাকা। সেখান থেকেই বেশ কিছু টাকা আবার পৌঁছে গিয়েছে অন্যান্য অ্যাকাউন্টে। রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় এক প্রভাবশালী সংস্থার আয়ের উৎস নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)।

সেই মামলার তদন্তের অগ্রগতি কতদূর হয়েছে তা জানতে চেয়েছিলেন তিনি। এরপরেই একটি বন্ধখামে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন করেন এইভাবে মুখ বন্ধ খামের রিপোর্ট দিলে কার বিরুদ্ধে কি তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তা মামলাকারী জানবেন কিভাবে? তখন বিচারপতি অমৃতা সিনহা জানান তিনি ওই রিপোর্টের কতটা অর্ডারে উল্লেখ করা যায় তার নিজের চেম্বারে গিয়ে ভেবে জানাবেন।

আরও পড়ুন: বিনা টিকিটে ট্রেন সফর! ধরা পড়ল ১.৮ লক্ষ যাত্রী, জরিমানা থেকেই ৭ কোটি আয় পূর্ব রেলের

এরপর বিচারপতির রিপোর্ট প্রকাশে আসতে দেখা যায় সিবিআই সেখানে নির্দিষ্ট প্রমাণ সমেত উল্লেখ করেছে একজন প্রভাবশালীর ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ৩০ কোটি টাকা জমা পড়েছে। এমনকি এই সংক্রান্ত আরও নির্দিষ্ট কিছু প্রমাণ সিবিআই-এর কাছে রয়েছে বলে জানা যায়। তবে সিবিআই-এর দাবি ওই প্রভাবশালী সংস্থার কাছে সরাসরি নয় বরং টাকা পৌঁছেছে একজন মিডলম্যানের কোম্পানির মাধ্যমে।

calcutta high court

তার মধ্যেই মিলেমিশে রয়েছে  SSC এবং পুরসভা দুর্নীতির টাকা। তবে এখানেই শেষ নয় এই মামলার তদন্তকারী CBI  টিম রিপোর্টে আরও জানিয়েছে তদন্ত চলছে। তাই, আগামী দিনে  এই দুর্নীতির টাকার পরিমাণ আরও বাড়তে পারে। আগামীদিনে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে আদালতকে রিপোর্ট দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর