খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! অ্যাক্রোপলিস মলের চার তলায় আগুন, ধোঁয়ায় ঢাকল চারিদিক

বাংলা হান্ট ডেস্কঃ ৪ দিন পর ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। কয়েক দিন আগেই পার্ক স্ট্রিটের কাছে একটি বহুতলে আগুন লেগেছিল। এবার ঘটনাস্থল কসবার অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)। শুক্রবার এই মলের চার তলায় আগুন লাগে। এই তলে বুক স্টোর, ফুড কোর্ট রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন।

অ্যাক্রোপলিস মলে নানান দোকানপাট, অফিস রয়েছে। অন্যান্য দিনের মতো এদিনও সকাল সকাল অফিস খুলে যায়। দোকানপত্রগুলিতে কেনাকাটা চলছিল। এর মধ্যেই বাঁধে বিপত্তি! আচমকা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে বলে খবর। আগুন লেগেছে (Acropolis Mall Fire Incident) বুঝতে পেরেই মলে উপস্থিত প্রত্যেকে নীচে নামার চেষ্টা করেন। তখন দেখা যায়, বাইরে বেরনোর সিঁড়িতে ভর্তি! অভিযোগ, আবর্জনা থাকার কারণে মানুষের নামতে অসুবিধা হয়।

এদিকে কসবার (Kasba) এই মলে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধক ইঞ্জিন। অক্সিজেন মাস্ক পরে মলের ভেতর প্রবেশ করেন দমকল কর্মীরা। তবে জানা যাচ্ছে, যে অংশে আগুন লেগেছিল প্রথমে সেখানে যাওয়া যাচ্ছিল না। পরে মইয়ের সাহায্যে সেখানে পৌঁছন দমকল কর্মীরা। ওখানকার ভেন্টিলেশন স্বাভাবিক রাখতে ভেঙে দেওয়া হয় কাঁচ।

আরও পড়ুনঃ ধর্ম চাই নাকি উন্নয়ন, হিন্দুরা ঠিক করুক! ৩ পুরসভার টাকা আটকে প্রকাশ্যে বললেন উদয়ন

শেষ আপডেট অনুযায়ী, ইতিমধ্যেই মলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুও। তিনি বলেন, ‘এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে’। কী জন্য আগুন লাগল সেটা খতিয়ে দেখা হবে। ফরেন্সিক দলকেও কাজে লাগানো হবে বলে জানান তিনি। ভেতরে থাকা প্রত্যেককে বাইরে বের করে আনা হয়েছে। কসবার এই মলের কর্মীদের পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে এনে রাখা হয়েছে বলে খবর।

Acropolis Mall fire incident

জানা যাচ্ছে, এদিন অগ্নিকাণ্ডের জেরে মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকে আবার অসুস্থ হয়ে পড়েন। কিছু জনকে আবার পাঁজাকোলা করে নামিয়ে আনতে হয়। কেউ কেউ ধোঁয়ার মধ্যেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। তবে ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর