দুবাই অতীত! এবার কলকাতার বুকে ‘শপিং ফেস্টিভ্যাল’, কবে? বিরাট উদ্যোগ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো নিয়ে কমবেশি প্রত্যেক বাঙালির মনেই একটা উন্মাদনা কাজ করে। পুজো আসতে আর কটা দিন বাকি, এই গুনতে গুনতেই অনেকে বছর কাবাড় করে দেন। এবার পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বিরাট আয়োজনের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! দুবাইয়ের ধাঁচে এবার শহর কলকাতার বুকে আয়োজিত হবে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল (Shopping Festival)।

বৃহস্পতিবার নবান্ন (Nabanna) সভাঘরে একটি শিল্প বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই এই নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এই শপিং ফেস্টিভ্যালের বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রকে। সূত্রের খবর, ইতিমধ্যেই দুবাইয়ের (Dubai) একটি সংস্থার সঙ্গে এই নিয়ে কথাবার্তা কিছুটা এগিয়েছে। সেদেশের একটি প্রতিনিধিদল শীঘ্রই বাংলায় আসবেন।

দুবাইয়ে যেমন শপিং ফেস্টিভ্যাল আয়োজিত হয়, সেই ধাঁচেই এবার কলকাতায় (Kolkata) তা আয়োজন করা হবে বলে খবর। আগামী ২০-২৬ সেপ্টেম্বর, এই ৭দিন ধরে কলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে এই ফেস্টিভ্যাল চলবে বলে খবর। পুজোর আগে এমন বাণিজ্যিক উৎসব আয়োজনের ফলে শহরের রোশনাই আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! অ্যাক্রোপলিস মলের চার তলায় আগুন, ধোঁয়ায় ঢাকল চারিদিক

দেশ-বিদেশের একাধিক নামি সংস্থা এই শপিং ফেস্টিভ্যালে অংশ নিতে পারে বলে খবর। এরপর সকল জেলায় ছড়িয়ে দেওয়া হবে এই উৎসব। রাজ্যের বণিকমহল মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাজ্যের একাধিক বিশিষ্ট শিল্পপতিরা এক সুরে বলেন, মুখ্যমন্ত্রীর এমন নয়া নয়া ভাবনার কারণেই পশ্চিমবঙ্গে শিল্পায়নের এত সুন্দর পরিবেশ গড়ে উঠছে। ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে। এমন ফেস্টিভ্যাল আয়োজিত হলে যেমন বিদেশি উদ্যোগপতিদের এই শহর সম্বন্ধে আগ্রহ বৃদ্ধি পাবে। তেমনই সব ধরণের মানুষ অংশগ্রহণ করায় ভালো ব্যবসাও হবে। যাতে আরও বলিষ্ঠ হবে রাজ্যের মেরুদণ্ড।

পুজোর আগে আয়োজিত হতে চলা এই শপিং ফেস্টিভ্যালে ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ নামের একটি প্রদর্শনীর ব্যবস্থা থাকবে বলে খবর। সেখানে বাংলার হস্তশিল্প থেকে শুরু করে খাবার হয়ে টেক্সটাইল, নানান জিনিস তুলে ধরা হবে। সেই সঙ্গেই জিআই ট্যাগ পাওয়া নানান সামগ্রী ও শিল্প পরিবেশের সমর্থনে তথ্যও তুলে ধরা হবে।

Mamata Banerjee Government of West Bengal

এদিকে এই বছর দুবাইয়ের ধাঁচে কলকাতায় শপিং ফেস্টিভ্যাল হলেও এবার কিন্তু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত হবে না। মূলত লোকসভা নির্বাচনের জন্য অনেকটা সময় ব্যয় হয়েছে। এত অল্প সময়ে এমন অনুষ্ঠান আয়োজন করা যাবে না বলে খবর। তবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত না হলেও মুখ্যমন্ত্রী যে শিল্পের পথে কোনও কিছুকেই অন্তরায় হতে দিতে চান না, তা তাঁর এই ভাবনা থেকেই এক প্রকার পরিষ্কার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর