‘রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে?’, রাজ্যকে তুলোধোনা, কড়া নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ ‘ওনাকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে?’ এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) সঙ্গে দেখা করার অনুমতি দিয়ে প্রশ্ন আদালতের (Calcutta High Court)। বোসের সঙ্গে দেখা করতে দিতে হবে শুভেন্দুকে। পাশাপাশি পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গেও দেখা করতে পারবেন রাজ্যপাল। শুক্রবার বিরোধী দলনেতার করা মামলায় কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha)।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। তবে তাকে বাধা দেয় রাজ্য পুলিশ। ১৪৪ ধারা জারি রয়েছে, এই কারণ দেখিয়ে বিরোধী দলনেতাকে আটকানো হয়। ৬টি ব্যারিকেড করে তাকে আটকায় পুলিশ। এই ঘটনার পরই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রাম বিধায়ক।

শুভেন্দুর মামলায় এদিন আদালতের নির্দেশ, রাজ্যপালের সঙ্গে দেখা করতে বোসের কাছে নতুন করে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী।
পাশাপাশি রাজ্যপালের সঙ্গে কতজন দেখা করতে যাবেন, তা রাজ্য পুলিশকে জানাতে হবে। যদি গাড়ি নিয়ে যাওয়া হয়, তাহলে কতগুলি গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে সেই বিষয়েও পুলিশকে অবগত করতে হবে। যদিও শুভেন্দুর আইনজীবি জানিয়ে দেন তারা কোনো গাড়ি নিয়ে ঢুকবেন না।

রাজ্যকে বিচারপতির প্রশ্ন, রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে? তা না হলে উনি অনুমতি দেওয়া সত্বেও কেন কাউকে ওনার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না? রাজ্যের আইনজীবী পাল্টা বলেন, রাজভবন অত্যন্ত স্পর্শকাতর জায়গা। তাই রাজভবনের ভিতরে যা যাবেন তাদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনও ব্যক্তিকে করতে হবে।

Calcutta High Court

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী আর..,’ টাকা দিয়ে চাকরি বিক্রির চিঠির কথা ফাঁস করলেন মানিক

রাজ্যের যুক্তিতে সায় দিয়েছেন জাস্টিস সিনহা। তবে তিনি সাফ জানিয়েছেন রাজভবনে যারা প্রবেশ করবেন তাদের কারও পরিচয় নথিবদ্ধ করা যাবে না। তাহলে পরে তাদের আবার হেনস্থা করার আশঙ্কা থেকে যেতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর