বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বড়সড় ঝটকা পেতে চলেছে চিন (China)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিনা স্মার্টফোন কোম্পানি Vivo-র ভারতীয় ইউনিট Vivo India-র বেশিরভাগ অংশীদারিত্ব কিনতে পারে Tata Group। ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে গুরুত্বের সাথে আলোচনা চলছে। মূলত, ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশন সহ দেশীয় সংস্থাগুলিকে ক্রিয়াকলাপে জড়িত করার জন্য ভারত সরকারের চাপের পরে Vivo স্থানীয় অংশীদারদের সন্ধান করছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কিছু সময় আগেই চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Vivo-র বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। এমনকি, কর ফাঁকি দেওয়ার বিষয়টিও সামনে এসেছিল। যার পরিপ্রেক্ষিতে এই সংস্থা ছিল সরকারি এজেন্সির স্ক্যানারে। এমতাবস্থায়, ED অভিযোগ এনেছিল যে ভারত থেকে Vivo অর্থ পাচার করছে। তারপরেই ভারত সরকার জানিয়ে দেয়, চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Vivo এবং Oppo-কে তাদের স্থানীয় উৎপাদনের জন্য যুক্ত হতে হবে ভারতীয় কোম্পানির সাথে। যেখানে ভারতীয় কোম্পানির কাছে থাকবে ৫১ শতাংশ শেয়ার।
এমতাবস্থায়, সূত্র অনুযায়ী জানা গিয়েছে, “Vivo এবং Tata Group-এর মধ্যে আলোচনা একটি অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। Vivo এই চুক্তিতে Tata Group-এর তরফে অফার করা ভ্যালুয়েশনের চেয়ে বেশি দাবি করছে। কিন্ত, এখনও কিছু চূড়ান্ত হয়নি।” ভারত সরকার চায় Vivo-র সাথে সম্ভাব্য যৌথ উদ্যোগে ভারতীয় অংশীদারের অন্তত ৫১ শতাংশ শেয়ার থাকুক। পাশাপাশি, সরকার এটাও চায় যে, এই যৌথ উদ্যোগে লোকাল লিডারশিপ ও লোকাল ডিস্ট্রিবিউশন বজায় থাকুক। এমতাবস্থায়, আধিকারিকরা জানিয়েছেন, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে এটা নিশ্চিত করা যাবে যে দেশীয় কোম্পানি এবং আধিকারিকরা দেশের মোবাইল ফোন শিল্পে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। যা মূলত চিনা হ্যান্ডসেট ব্র্যান্ডগুলির দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে।
ভগবতী প্রোডাক্টস গ্রেটার নয়ডার কারখানা টেকওভার করেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গ্রেটার নয়ডায় Vivo-র ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ভগবতী প্রোডাক্টস (মাইক্রোম্যাক্স) দ্বারা দখল করা হয়েছে। ইতিমধ্যেই ওই কারখানায় কর্মী নিয়োগ শুরু হয়েছে এবং তারা শীঘ্রই Huaqin-এর সাথে তার অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে Vivo-র জন্য স্মার্টফোন উৎপাদন শুরু করবে। পাশাপাশি সূত্র জানিয়েছে যে, ভগবতী এবং Huaqin-এর যৌথ উদ্যোগটি ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: শিয়ালদহর পর এবার হাওড়া! টানা ১০ দিন বাতিল ১৬৬ লোকাল, ৬৪ টি এক্সপ্রেস ট্রেন, দেখুন লিস্ট
উল্লেখ্য যে, Huaqin Technology Co Ltd হল বিশ্বের বৃহত্তম মোবাইল, ট্যাবলেট এবং ল্যাপটপের অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার (ODM)। অন্য একটি সূত্র বলছে যে, Vivo-র এই কারখানাটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, টেকজোন আইটি পার্কে লিজ দেওয়া হয়েছিল। যা এখন ভগবতীকে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। Vivo গ্রেটার নয়ডার একটি নতুন ১৭০ একরের কারখানায় তার ম্যানুফ্যাকচারিং অপারেশন স্থানান্তরিত করেছে। যেটি আগামী দিনে সম্পূর্ণরূপে চালু হবে বলেও জানা গিয়েছে।