বাংলা হান্ট ডেস্ক: বিজেপির তরফে বারংবার অভিযোগ করা হয়েছে যে লোকসভা ভোটের (Lok Sabha Election) পর বাংলায় (West Bengal) হিংসার শিকার হতে হয়েছে তাদের সমর্থকদের। এমনকি, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে তারা প্রেস বিবৃতিও জারি করেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, গোটা দেশে এবারে শান্তিপূর্ণভাবে লোকসভা ভোট হওয়ায় কোথাও কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। যা কেবল ঘটেছে পশ্চিমবঙ্গে। এমতাবস্থায়, জানা গিয়েছে যে, রাজ্যে ভোট পরবর্তী হিংসার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির বিশেষ প্রতিনিধি দল রাজ্যে আসছে আগামী রবিবার।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল সন্ধ্যে ৭ টায় ওই প্রতিনিধি দলের ৪ সদস্য কলকাতায় এসে পৌঁছবেন। পাশাপাশি, তাঁরা কোথায় কোথায় যাবেন এই বিষয়টিও জানানো হয়েছে বিজেপির তরফে। মূলত, কলকাতাতে এসেই বিজেপির প্রতিনিধি দল প্রথমে মাহেশ্বরী ভবনে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া এবং আক্রান্তদের মাহেশ্বরী ভবনেই বিজেপির তরফে রাখা হয়েছে।
এমতাবস্থায়, সেখানে আক্রান্তদের সাথে দেখা করার পর সদস্যেরা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে ডায়মন্ড হারবার থেকে শুরু করে সন্দেশখালি এবং বাসন্তী ঘুরে দেখবেন। পাশাপাশি, সেইসব স্থানে আক্রান্তদের সাথেও কথা বলা হবে। এরপর আগামী সোমবার ওই দলের সদস্যরা কলকাতায় ফিরে এসে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। জানা গিয়েছে তাঁরা যাবেন কোচবিহারে। সেখানে তাঁরা আক্রান্তদের সাথে কথা বলার পর দিল্লিতে ফিরে যাবেন।
আরও পড়ুন: বেজে গেল মোদী সরকারের পতনের ঘণ্টা? বিরাট দাবি ইন্ডিয়া জোটের, শোরগোল ভারতে
জানিয়ে রাখি যে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি, তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বলেও অভিযোগ তুলেছেন। যেটির পরিপ্রেক্ষিতে শুভেন্দু মামলা করেছেন হাইকোর্টে। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির তরফে দাবি করা হয়েছে ভোটের পর শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হিংসাত্মক ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে এবার আসল লড়াই! সুপার-8 রাউন্ডের সময়সূচি ঘোষণা ICC-র, কবে-কখন-কোথায় হবে ম্যাচ?
আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হিংসার কারণ অনুসন্ধানের জন্য বিজেপির তরফে ৪ সদস্যের দল পাঠানো হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই দলের সদস্যদের নির্বাচন করেছেন। এমতাবস্থায়, শনিবার বিজেপির তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখান থেকে জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে থাকছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব। এর পাশাপাশি, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ এবং মধ্যপ্রদেশের রাজ্যসভা সাংসদ কবিতা পাতিদারও ওই প্রতিনিধি দলে থাকছেন। এই ৪ সদস্যের কমিটি পশ্চিমবঙ্গে এসে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে বিজেপির শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে।