বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক ভারতবাসীর কাছে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল রেল (Indian Railways) ব্যবস্থা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের প্রতিটা প্রান্ত আজ সংযুক্ত রেল ব্যবস্থার সাথে। ভারতীয় রেলের বিস্তার আজ মফস্বল থেকে গ্রামে। তবে ভারতীয় রেল মাঝে মধ্যেই যাত্রী সাচ্ছন্দের কথা মাথায় রেখে একাধিক পরিবর্তন আনে।
সেই পরিবর্তনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়ে যাত্রীদের উপর। তেমনই এবার ভারতীয় রেল বড় সিদ্ধান্ত নিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে নিয়ে।কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এতদিন পর্যন্ত যেত আগরতলা (Agartala) পর্যন্ত। তবে এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গিয়ে থামবে ত্রিপুরার সবরুমে। সেখান থেকেই আবার ছাড়বে এটি।
আরোও পড়ুন : কপাল খুলল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, এবার ৫% বাড়তে চলেছে DA! সামনে এল দিনক্ষণ
রবিবার থেকেই এই বদল আসতে চলেছে শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এতদিন আগরতলা পর্যন্ত যেত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে রবিবারের পর থেকে এই ট্রেনের অন্তিম গন্তব্য স্টেশন হতে চলেছে ত্রিপুরার সবরুম। আগরতলা এবং সবরুমের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজ দেবে উদয়পুর স্টেশনে।
আরোও পড়ুন : নিয়োগ দুর্নীতি অতীত! রাজ্যে ৪ হাজার কোটির কেলেঙ্কারি! মন্ত্রী হয়েই সব ‘ফাঁস’ করলেন সুকান্ত
তবে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পূর্বের সময়সূচী অনুযায়ী ছাড়বে। রবিবার থেকে এই ট্রেনের গন্তব্য আগরতলার পরিবর্তে হতে চলেছে সবরুম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়ে। এই ট্রেনটি পরের দিন রাত আটটায় গিয়ে পৌঁছাবে সবরুম স্টেশনে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা পৌঁছাবে বিকেল ৫টা ২৫ মিনিট এবং উদয়পুর পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।
অপরদিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) সবরুম থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সকাল ৬টা ২০মিনিটে ছাড়বে। পরের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ শিয়ালদা পৌঁছাবে এই ট্রেন। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৭টা ১২ মিনিটে উদয়পুর ও সকাল আটটায় আগরতলা পৌঁছবে।