শুধু অত্যধিক গরমের কারণে নয়, দেশজুড়ে হু হু করে AC বিক্রির পেছনে রয়েছে একাধিক বিষয়, ফাঁস হল তথ্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়েই (India) তীব্র দাবদাহে জর্জরিত সকলেই। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ সামগ্রিক পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। এমতাবস্থায়, গরমের হাত থেকে বাঁচার জন্য হু হু করে বৃদ্ধি পেয়েছে এসির (Air Conditioner) চাহিদা। দেশের বড় বড় শহরগুলি থেকে শুরু করে গ্রামীণ অঞ্চলগুলিতেও এসি কেনার হিড়িক পরিলক্ষিত হয়েছে।

ঠিক এই আবহেই এবার একটি বড় তথ্য সামনে এসেছে। যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, টাটা গ্রুপের কোম্পানি ভোল্টাস তাদের সাম্প্রতিক বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। যেখান থেকে জানা গিয়েছে যে, আগামী বছরগুলিতে এসি বিক্রি রেকর্ড হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি, এই বিষয়ে কারণও তুলে ধরা হয়েছে।

There are several factors behind the booming AC sales across the country.

এই কারণে এসির বিক্রি বেড়েছে: সংস্থাটির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে দেশি এবং বিদেশি সংস্থাগুলির উপস্থিতির কারণে ভারতের দেশীয় এসি বাজারে প্রতিযোগিতা তীব্র হয়েছে। এর পেছনে, ক্রমবর্ধমান গরম, আয়ের সামান্য বৃদ্ধি এবং গ্রাহকদের কাছে সহজলভ্য EMI অপশন এসি বিক্রির ক্ষেত্রে একটি বুস্টার ডোজ হিসেবে কাজ করেছে। সংস্থাটির মতে, এখন শহরগুলির পাশাপাশি গ্রামীণ অঞ্চলেও উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা বেড়েছে। যার কারণে সাধারণ মানুষ এসি কেনার প্রতি আরও বেশি আগ্রহ প্রকাশ করেছেন। ভোল্টাস জানিয়েছে যে, ভারতীয় অভ্যন্তরীণ এসি বাজার ২০২৮-২৯ সাল নাগাদ বার্ষিক ১২ শতাংশ হারে ৫০,০০০ কোটি টাকায় পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বেকারদের জন্য এবার সরকারের বিরাট পদক্ষেপ! ৫ বছরে হবে ৫০,০০,০০০ চাকরি, প্রস্তুত কেন্দ্রের দুর্ধর্ষ প্ল্যান

এসি বিক্রির ক্ষেত্রে রেকর্ড গড়েছে ভোল্টাস: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভোল্টাস ২০২৩-২৪ সালে ২০ লক্ষেরও বেশি এসি বিক্রি করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এক বছরে যে কোনও ব্র্যান্ডের দ্বারা বিক্রি হওয়া এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক এসি। পরিসংখ্যান অনুযায়ী ভোল্টাস ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত মাত্র ১১০ দিনের মধ্যে ১০ লক্ষ এসি বিক্রি করেছে। পাশাপাশি, এপ্রিল ও মে মাসে বিভিন্ন কোম্পানির এসি বিক্রি দ্বিগুণেরও বেশি হয়েছে। প্রচণ্ড গরমে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর জেরেই বিপুলহারে এসি বিক্রি বেড়েছে।

আরও পড়ুন: বিশ্বের দরবারে আসল ক্ষমতা দেখাল RBI! লন্ডনে মিলল বিরাট পুরস্কার, আন্তর্জাতিক স্তরে ধামাকা ভারতের

এদিকে, ঘরোয়া এসি ছাড়াও বাণিজ্যিক এয়ার কন্ডিশনাবের ক্ষেত্রেও প্রতিযোগিতা বাড়তে চলেছে। এখন বিদেশি কোম্পানিগুলি এই সেক্টরে নজর দিতে শুরু করেছে। এর আগে, কনজিউমার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল যে তারা এই বছর ঘরোয়া এসির রেকর্ড বিক্রির আশা করছে। যার কারণে ২০২৪ সালে বার্ষিক বিক্রয় প্রায় ১.৪ কোটি ইউনিট হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর