বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের (Loksabha Vote) কিছুদিন আগে সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছিল কেন্দ্র। একই সাথে নানা রাজ্যের সরকারও মহার্ঘ ভাতা বৃদ্ধির ওপর জোর দেয়। নির্বাচন শেষ হয়েছে। তবে তার পরেও মহার্ঘ ভাতা বৃদ্ধির সিলসিলা জারি রয়েছে। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে একের পর এক সুখবর দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই একই পথে হাঁটল ছত্তিশগড় সরকার।
রিপোর্ট অনুযায়ী, ছত্তিশগড়ের নির্দিষ্ট কিছু সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ইদের ঠিক আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিসের অন্তর্ভুক্ত সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হচ্ছে। যার ফলে একলাফে বেতনও বাড়বে অনেকটাই।
বর্তমানে ৪৬% হারে ভাতা পান এই সকল সরকারি কর্মীরা। এবার তাদের আরও ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ এবার থেকে তারা পাবেন ৫০ শতাংশ হারে ডিএ। অল ইন্ডিয়া সার্ভিসের কর্মীরা অর্থাৎ সে রাজ্যের আইএএস এবং আইপিএস অফিসাররা এই নয়া হারে মহার্ঘ ভাতা পাবেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নয়া হারে ডিএ প্রযোজ্য হবে।
আরও পড়ুন: বিপজ্জনক পরিস্থিতি উত্তরে, আজ থেকে টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও: আবহাওয়ার খবর
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসের বকেয়া মহার্ঘ ভাতা জুন মাসের বেতনের সঙ্গে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্ডে ঢুকবে। এই ঘোষণার পর মুখে হাসি ফুটেছে এই সমস্ত রাজ্য সরকারি কর্মীদের। প্রসঙ্গত, বর্তমানে ৫০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মীরা। জুলাই মাসে ফের তাদের মহার্ঘ ভাতা বাড়তে পারে।