বাংলা হান্ট ডেস্ক: জল্পনা একটা ছিলই। তবে, এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বড়সড় আপডেট সামনে আনল ইস্টবেঙ্গল (East Bengal)। শুধু তাই নয়, গত মরশুমে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) জানিয়েছিলেন যে, নতুন মরশুমে আই লিগ খেলা একজন স্ট্রাইকারকে লাল-হলুদ নেবে। যেখানে, কার্লেস মূলত ডেভিড লালহানসাঙ্গার (David Lalhlansanga) দিকেই ইঙ্গিত করেছিলেন। এমতাবস্থায়, তিনি যে ইস্টবেঙ্গলে সই করবেন, তা কার্যত জানাই ছিল। এমতাবস্থায়, ডেভিড লালহানসাঙ্গা এবার ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
জানা গিয়েছে যে, তিনি তিন বছরের চুক্তি সম্পন্ন করেছেন। এদিকে, স্বাভাবিকভাবেই প্রত্যাশামতো লালহানসাঙ্গাকে পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত। জানিয়ে রাখি যে, ডুরান্ড কাপ ও কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন লালহানসাঙ্গা। এমতাবস্থায়, তিনি ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হওয়ার পর খুশি হয়েছেন অনুরাগীরাও।
কি জানিয়েছেন লালহানসাঙ্গা: এদিকে, লাল-হলুদ শিবিরে খেলার প্রসঙ্গে লালহানসাঙ্গা জানিয়েছেন, ”গোটা বিশ্বজুড়েই ইস্টবেঙ্গলের মতো ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক ছড়িয়ে রয়েছেন। আমি সবসময়ে আবেগপ্রবণ সমর্থকদের সামনে খেলতে পছন্দ করি। আমি এর মধ্যেই মহেশ, নন্দকুমার ও লালছুংয়ের সঙ্গে সময় কাটিয়েছি। ওরা সত্যিই খুবই ভালো এবং সবসময়ে মোটিভেট করে। আমি ইস্টবেঙ্গলের জার্সিতে অবশ্যই নিজের সেরাটা দিতে চাই।”
আরও পড়ুন: “দলে নেই ঐক্য, ফিটনেসও খারাপ”, পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের পর বোমা ফাটালেন কোচ গ্যারি কার্স্টেন
খুশি কুয়াদ্রাত: এদিকে, ইস্টবেঙ্গলের সাথে লালহানসাঙ্গার যুক্ত হওয়ার বিষয়ে লাল-হলুদ শিবিরের কোচ কুয়াদ্রাত জানিয়েছেন, ”ডেভিড হল সেই অন্যতম ভারতীয় রিক্রুট যাকে আমরা অনেকদিন ধরে সই করানোর জন্য চেষ্টায় ছিলাম। ডেভিড ডুরান্ড কাপ ও কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা। ওর গোল করার ক্ষমতা আমার দৃষ্টি আকর্ষণ করার পর থেকেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গ হয়ে গিয়েছিল ডেভিড। আমি ওর মতো একজন মুক্তোকে দলে স্বাগত জানাই।”
আরও পড়ুন: চার ওভারে চারটেই মেডেন, সাথে তিনটি উইকেট! বিশ্বকাপে জ্বলে উঠলেন লকি ফার্গুসন, গড়লেন নজির
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডেভিড ২০২৩ সালে মহামেডান স্পোর্টিং ক্লাবে সই করেন। তিনি সাদা-কালো জার্সিতে মাঠে নেমেই তাঁর পারফরম্যান্সের ওপর ভর করে সবার নজর কেড়েছিলেন। এদিকে, ডুরান্ড কাপে তিনি মোট ছটি গোল করেন। গোল্ডেন বুটও হাসিল করেন তিনি। পাশাপাশি, কলকাতা লিগে একুশটি গোল করার মাধ্যমে ডেভিড মহামেডান স্পোর্টিংকে প্রত্যক্ষভাবে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। এছাড়াও, আই লিগে পাঁচটি গোল সহ দুটো অ্যাসিস্ট করেন তিনি। এদিকে, ধারাবাহিকভাবে গোল করার মাধ্যমে ডেভিড জাতীয় দল থেকেও ডাক পান।