ইতিহাস তৈরি করল AIIMS, ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করবে AI, সফল হল পরীক্ষা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, AIIMS (All India Institute of Medical Sciences) এবং IIT দিল্লির (IIT Delhi) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রেডিকশন মডেল, বুক এবং পেটের অস্ত্রোপচারের পরে রোগীদের ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে সহায়ক হবে। মূলত, এই গুরুতর অস্ত্রোপচারের পরে, রোগীদের পোস্ট-অপারেটিভ পালমোনারি জটিলতা (PPC) হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

সময়ের আগেই তথ্য পাওয়া যাবে: অনেক সময় রোগীকে স্বাভাবিক মনে হলেও সময়মতো মূল্যায়নের অভাবে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। এমতাবস্থায় এই প্রযুক্তি রোগীর রক্তের রিপোর্ট, ক্লিনিক্যাল রিপোর্ট, মেডিকেল হিস্ট্রি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে চিকিৎসককে জানিয়ে দেবে। এই মূল্যায়নের ভিত্তিতে, আইসিইউ বা ভেন্টিলেটর সহায়তা, ফিজিওথেরাপি, চিকিৎসার পরিবর্তন বা বিশেষ চিকিৎসা সহ অন্যান্য সুবিধাগুলি প্রয়োজন অনুসারে আগে থেকেই রোগীকে সরবরাহ করা যেতে পারে।

মডেল তৈরি করা হয়েছে: বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, পেট এবং বুকের অস্ত্রোপচার গুরুতর বিভাগে পড়ে। অস্ত্রোপচারের পরে রোগীর পিপিসি হওয়ার উচ্চ ঝুঁকি থাকে। এই কারণে অনেক সময় রোগীর অবস্থা খুবই গুরুতর হয়ে যায় এবং তাঁকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। এমন রোগীদের কথা মাথায় রেখে এই মডেলটি তৈরি করা হয়েছে।

কামাল করে দেখিয়েছে AIIMS: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, AIIMS-এর অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসক সৌভিক মৈত্র জানিয়েছেন যে, IIT দিল্লির চিকিৎসক অমিত মেহেন্দিরত্তার সহযোগিতায় গুরুতর যত্ন এবং জরুরি যত্নের জন্য একটি AI প্রেডিকশন মডেল তৈরি করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এই মডেলটি ৪৫০ জন রোগীর ওপর পরীক্ষা করা হয়। ওই রোগীদের বুক এবং পেটে অস্ত্রোপচার করা হয়েছিল। প্রাথমিক ফলাফল ভালো এসেছে। রোগীর অবস্থার অবনতির বিষয়টি আগে থেকে মূল্যায়নের ক্ষেত্রে এটি খুবই সহায়ক ছিল।

এখন এই বিষয়টির বিশ্লেষণের ভিত্তিতে একটি গবেষণা করা হচ্ছে যা শীঘ্রই প্রকাশিত হবে। এছাড়াও, মডেলটিকে আরও আপডেট করার জন্য, এটি ভবিষ্যতে আরও ৫০০ রোগীর ওপর পরীক্ষা করা হবে। যাতে যেকোনও ভুল হওয়ার সম্ভাবনা দূর করা যায়। বর্তমানে এই মডেলের সাহায্যে রোগীর মূল্যায়ন সহজ হয়েছে। এছাড়াও, এই মডেলের মাধ্যমে রোগীর অবস্থা গুরুতর হওয়া থেকে বাঁচানো যাবে।

This time AI will prevent lung infections.

সময়ের সাথে সাথে ভার্সন আপডেট করা হবে: এই প্রসঙ্গে ডাঃ মৈত্র বলেন, AI মডেল আপডেট করার জন্য নিরন্তর প্রচেষ্টা চলছে। বর্তমানে এই মডেলটি ৪৫০ জন রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে। আগামী দিনে আরও ৫০০ রোগীর ওপর পরীক্ষা করা হবে। এই পরীক্ষাগুলির পরে, মডেলটিকে আপগ্রেড করতে আরও ডেটা আপলোড করা হবে। যাতে ভবিষ্যতে এটিকে আরও উন্নত করা যায়।

আরও পড়ুন: “দলে নেই ঐক্য, ফিটনেসও খারাপ”, পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের পর বোমা ফাটালেন কোচ গ্যারি কার্স্টেন

মডেল এইভাবে করবে মূল্যায়ন: রোগীর রক্তের রিপোর্ট, ক্লিনিকাল রিপোর্ট, মেডিকেল হিস্ট্রি এবং অন্যান্য তথ্য AI প্রেডিকশন মডেলে আপলোড করা হবে। প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে, মডেলটি আগামী ২৪ বা ৪৮ ঘন্টার মধ্যে রোগীর অবস্থার অবনতি হতে পারে কিনা তা মূল্যায়ন করবে। দেখা গেছে যে ১০ জনের মধ্যে ৩ জন রোগীর বুকে সংক্রমণ হয়। এই কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু, আগাম তথ্য পেলে তা এড়ানো যেতে পারে।

আরও পড়ুন: চার ওভারে চারটেই মেডেন, সাথে তিনটি উইকেট! বিশ্বকাপে জ্বলে উঠলেন লকি ফার্গুসন, গড়লেন নজির

ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে অ্যাপ: গবেষণার দ্বিতীয় পর্বে এগিয়ে গিয়ে অ্যাপ তৈরি করা হবে। এই অ্যাপটি হবে AI প্রেডিকশন মডেলের আপডেটেড সংস্করণ। ডাঃ মৈত্র বলেন, এই অ্যাপ তৈরির পর যেকোনোও চিকিৎসক সহজেই এটি ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, অনেক সময় এই ধরণের রোগীদের বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়। এছাড়া ফিজিওথেরাপি সহ অন্যান্য চিকিৎসাও প্রদান করতে হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর