‘আক্রান্ত’, ‘ঘরছাড়া’দের খোঁজ নিতে গিয়ে নিজেরাই বিপাকে! BJP-র কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের পর থেকে শিরোনামে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence)। ইতিমধ্যেই ‘আক্রান্ত’ এবং ‘ঘরছাড়া’দের সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমানে আবার BJP-র আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে বাংলায় রয়েছে জেপি নাড্ডার উদ্যোগে তৈরি বিশেষ কেন্দ্রীয় দল।

কয়েকদিন আগে উত্তরবঙ্গের কোচবিহারে গিয়ে BJP-র ঘরছাড়া কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন এই দল। মঙ্গলবার তাঁরা আসেন দক্ষিণ ২৪ পরগণায়। সেখানেই তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) আমতলায় গতকাল এই ঘটনাটি ঘটেছে।

এদিন দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে BJP দফতরে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে কিছুক্ষণ সাংবাদিক সম্মেলনের পর আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে বেরোন বিপ্লব দেবরা। তখনই তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP-র কিছু কর্মী সমর্থক।

আরও পড়ুনঃ এসএসকেএম হাসপাতালে বোমা রাখার হুমকি! তদন্ত করতেই যা বেরিয়ে এল … তোলপাড়!

লোকসভা ভোট সম্পন্ন হতেই রাজ্যের নানান প্রান্ত থেকে হিংসার খবর উঠে আসছে। BJP-র অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই হামলা চালান হচ্ছে। ডায়মন্ড হারবারে যেমন গেরুয়া শিবিরের বহু কর্মী সমর্থক পরাজিত BJP প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির বাড়িতে আশ্রয় নিয়েছেন।

গতকাল কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর সময় BJP-র কর্মী সমর্থকরা অভিযোগ করেন, ডায়মন্ড হারবারে পরাজয়ের পর তাঁদের ওপর অত্যাচার, হামলা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও BJP-র সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দার তাঁদের খোঁজখবর নেননি। পাশে দাঁড়ানো তো দূর, উল্টে তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ আনা হয়েছে।

bjp flags

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই রাজ্যের নানান প্রান্তে বিরোধীদের পর আক্রমণ চলছে বলে অভিযোগ উঠছে। বিশেষত গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল তাঁদের ওপর হামলা চালাচ্ছে। যে কারণে ঘরছাড়া হয়েছেন অনেকে। এই নিয়ে BJP-র কেন্দ্রীয় নেতৃত্বকেও নালিশ করা হয়েছিল। এরপরেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিপ্লব দেবের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল তৈরি করে। সেই দলে BJP সাংসদ রবি শঙ্কর প্রসাদ সহ আরও বেশ কয়েকজন রয়েছেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর