বাংলাহান্ট ডেস্ক : ঘরের দেওয়ালে আর এসি লাগিয়ে রাখতে হবে না। এবার এসি নিয়ে এ ঘর থেকে ও ঘর, অর্থাৎ বেডরুম থেকে কিচেন যেখানে খুশি যেতে পারেন। যদি এরকম কোন এসি হত তাহলে কেমন হতো? সকলেই বলবেন, নেহাত মন্দ হতো না। ক্রেতাদের সুরক্ষা এবং চাহিদার কথা বিবেচনা করে এমন ধরনেরই এসি বাজারে নিয়ে এলো টাটা গ্রুপ (Tata Group)।
বেডরুম থেকে কিচেন, ডাইনিং রুম যে কোন জায়গাতেই সরানো যাবে এই এসি। উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি এই এয়ার কন্ডিশনিং সিস্টেম। ঠান্ডা বাতাস তো দেবেই, দারুন কিছু ফিচারস রয়েছে এই এসিতে। ইতিমধ্যেই সকলে বুঝে গিয়েছেন এটি একটি পোর্টেবল এসি। এই এসির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চাকা।
আরোও পড়ুন : দক্ষিণবঙ্গেও বর্ষার চোখরাঙানি! কবে কোন জেলায় বৃষ্টির তোলপাড়? আবহাওয়ার খবর
যেকোনো ঘরের যে কোন জায়গায় সহজেই ফিট হয়ে যাবে এই এসি (Air Conditioner)। বাড়ির সৌন্দর্য নষ্ট করে দেয়ালে গর্ত করে আর এসি লাগানোর কোন প্রয়োজন নেই। শুধু তাই নয়, যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রেও বিশেষ ভাবে কার্যকরী এই এসি। তবে এই এসি লাগানোর আগে আউটডোর সেটিং চেক করে নিলে ভালো হয়।
আরোও পড়ুন : দীর্ঘ প্রতীক্ষার অবসান! মহমেডানের “প্রাক্তন”-এর সাথে চুক্তি লাল-হলুদের, শক্তি বাড়ল ইস্টবেঙ্গলের
টাটা কোম্পানির পক্ষ থেকে বাজারে নিয়ে আসা এই এসিতে কপার কন্ডেসার ব্যবহার করা হয়েছে, যাতে ভালো ঠান্ডা বাতাস পাওয়া যায়। অফলাইন, অনলাইন দুই ভাবেই টাটা গ্রুপের এই অভিনব এসি কেনা যাবে। টাটা গ্রুপ মালিকানাধীন Croma থেকে ক্রেতারা কিনতেই পারেন এই এসি। ১.৫ টনের এই এসি মাঝারি আয়তনের ঘরের জন্য ভীষণ উপযোগী।
টাটা গ্রুপের পক্ষ থেকে লঞ্চ করা এই এসির (Tata Croma Portable AC) দাম ৪৩,৯৯০ টাকা। সাথে থাকছে বেশ কিছু ব্যাংক ডিসকাউন্ট। যদি অনলাইনে ব্যাংক ডিসকাউন্টকে কাজে লাগিয়ে এই এসি কেনা যায় তাহলে অনেকটাই সাশ্রয় হবে। তাই এসি কেনার চিন্তাভাবনা যদি থেকেই থাকে তাহলে দেরি না করে ঘরে আনুন টাটা কোম্পানির দুর্দান্ত এই এসি।