বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। মূলত, পড়শি রাজ্য বিহারে (Bihar) এমন একটি ঘটনা ঘটেছে যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বিহারের আরারিয়া জেলায় একটি নির্মীয়মান সেতু নদীতে তলিয়ে গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, একাধিক স্থানীয় নেতা এই সেতু নির্মাণের জন্য বহু চেষ্টা করেছিলেন। কিন্তু নির্মীয়মান ওই সেতুসহ প্রত্যেকের সমস্ত চেষ্টাই রীতিমতো বিফলে গেল। মূলত, সিক্তি ব্লক এবং কুরসাকাটা সংযোগের জন্য এই সেতু তৈরি করা হচ্ছিল। ওই এলাকার বাকড়া নদীর ওপর সেতুটি তৈরি হচ্ছিল বলেও জানা গিয়েছে।
Bihar | A portion of a bridge over the Bakra River collapsed in Araria. Details awaited
(Screengrabs of a viral video) pic.twitter.com/02hLGD9Sbd
— ANI (@ANI) June 18, 2024
তবে, ওই সেতু নির্মাণে বিভিন্ন ধরণের অবহেলা করা হয়েছে বলেও মিলেছে অভিযোগ। সিক্তি ব্লক ও কুরসাকাটা সংযোগকারী এই সেতুর নির্মাণকাজ প্রায় শেষের পর্যায়ে পৌঁছেছিল। এমতাবস্থায়, শীঘ্রই ওই সেতুটিকে উদ্বোধনও করে দেওয়া হত।
আরও পড়ুন: ইতিহাস তৈরি করল AIIMS, ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করবে AI, সফল হল পরীক্ষা
কয়েকদিন আগে, স্থানীয় বিধায়ক বিজয় কুমার মণ্ডল ওই সেতুটিকে খতিয়ে দেখেছিলেন এবং কাজের সাথে যুক্ত থাকা ইঞ্জিনিয়ার স্থানীয় বিধায়ককে পুরো কাজের বিষয়ে জানিয়েছিলেন। সেই সময়, বিধায়কের তরফে বলা হয়েছিল, সেতু এবং নদীর চারপাশে ভাঙন বিরোধী কাজ করতে হবে। কিন্তু, পরে কোনো কাজ হয়নি।
আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান! মহমেডানের “প্রাক্তন”-এর সাথে চুক্তি লাল-হলুদের, শক্তি বাড়ল ইস্টবেঙ্গলের
খরচ হয়েছে ১২ কোটি টাকা: স্থানীয় বিধায়ক বিজয় কুমার মণ্ডল এবং সাংসদ প্রদীপ কুমার সিং এই সেতুটি তৈরি করতে কঠোর পরিশ্রম করেছিলেন। ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছিল এই সেতুটি। এদিকে, এই সেতুটি নির্মাণ হওয়ায় স্থানীয় মানুষদেরও অত্যন্ত সুবিধা হত। কারণ, তাঁরা নিত্যদিনের যাতায়াতের সমস্যার হাত থেকে রেহাই পেতেন। কিন্তু, তার আগেই ভেঙে পড়ে সেতুটি। তবে, উদ্বোধনের আগেই সেতুটি ভেঙে পড়ায় বড় বিপদ এড়ানো গেছে। কারণ, ওই সেতুতে যান চলাচল শুরু হলে সেক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটতে পারত।