৮০০ বছর পর প্রাণ ফিরে পেল নালন্দা ইউনিভার্সিটি! নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: প্রাচীনকালে সমগ্র বিশ্বে শিক্ষার অন্যতম একটি প্রধান কেন্দ্র ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় (Nalanda University)। প্রায় ৮০০ বছর পরে এই ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় ফের প্রাণ ফিরে পেল। ১৭ টি দেশের সহযোগিতায়, ভারত সরকার রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস তৈরি করেছে। যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বুধবার উদ্বোধন করলেন। সেই সময়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং ১৭ টি দেশের রাষ্ট্রদূত ও আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসটি বিভিন্ন দিক থেকে অনন্য হয়ে উঠেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সেখানে ঐতিহ্যকে বজায় রেখে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।

এদিকে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সমস্ত দেশগুলিকে ধন্যবাদ জানান যেগুলি এই ক্যাম্পাস নির্মাণের সহযোগিতা করেছে। তিনি তাঁর বক্তৃতায় বলেন, নালন্দা শুধু ভারতের নবজাগরণ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু দেশের ঐতিহ্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠনে অংশীদার দেশগুলিও অংশ নিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০০৭ সালে অনুষ্ঠিত পূর্ব এশিয়া সম্মেলনের সময়, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করা হয়েছিল। এরপরে, ভারতের তৎকালীন ইউপিএ সরকার ২০১০ সালে নালন্দা বিশ্ববিদ্যালয় আইন পাস করে। ২০১৪ সালে কেন্দ্রে NDA সরকার গঠনের পর, তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় ৯ বছর পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অর্থাৎ ১৯ জুন, ২০২৪-এ এই ক্যাম্পাসের উদ্বোধন করলেন।

আরও পড়ুন: কেশিয়াড়িতে বিডিওর ডাকা বৈঠকে উপস্থিত হতেই বিজেপি নেত্রীকে তুমুল মারধর, ক্ষোভ প্রকাশ শুভেন্দুর

নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের বিশেষত্ব: ঐতিহাসিক রাজগীর শহরের পাঁচটি পাহাড়ের একটি বৈভারগিরির পাদদেশে এই কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে। প্রায় ৪৫৫ একর জুড়ে বিস্তৃত নতুন ক্যাম্পাসে ১,৭৫০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন তৈরি এবং অন্যান্য সুবিধাগুলি উপলব্ধ করা হচ্ছে। বর্তমানে এই ক্যাম্পাসের কাজ চলছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোট ২৪ টি ভবন রয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: নৌবাহিনীর শক্তি বাড়াল “ট্রাইটন”, আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে চিনকে “সমুদ্রছাড়া” করবে ভারত

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রকৃতির কোলে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এই কমপ্লেক্সের এক চতুর্থাংশ জল দ্বারা পরিবেষ্টিত রয়েছে। বিভিন্ন ভবনের চারপাশে জলাধার তৈরি করা হয়েছে। যা বিহারের ঐতিহ্যবাহী আহার পেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন দেখা গিয়েছে এই ক্যাম্পাসে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর