বাংলাহান্ট ডেস্ক : খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার নেমেছে ৪.৭৫ শতাংশে। তারপর থেকেই দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান দাবি করেছে সুদ কমানোর। রিজ়ার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাস একটি অনুষ্ঠানে অবশ্য স্পষ্ট ভাবে জানালেন, আপাতত পরিবর্তনের সম্ভাবনা নেই ঋণ নীতিতে। ব্যাপারটি নিয়ে তাড়াহুড়ো করলে বাড়তে পারে ঝুঁকি।
রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটি রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রেখে দিয়েছে গত আটটি ঋণনীতিতে। এই অনুষ্ঠানে শক্তিকান্ত দাস বলেন, ‘‘মূলত খাদ্যপণ্য এবং জ্বালানি বাদে বাকি মূল্যবৃদ্ধি (কোর ইনফ্লেশন) মাথা নামানোর ফলেই সামগ্রিক মূল্যবৃদ্ধি কমেছে। কিন্তু খাবারদাবারের দাম চড়া। যা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে সুদ কমানোর সময় হয়নি। ঝুঁকিপূর্ণ যে কোনও পদক্ষেপ এখন পরিত্যাজ্য।’’
আরোও পড়ুন : পরীক্ষার মাঝেই পিরিয়ডস্? নো চিন্তা! বড়সড় নির্দেশ দিল শিক্ষা মন্ত্রক, সমস্যা মিটবে ছাত্রীদের
তাঁর আরো বক্তব্য, ‘‘এখনও পর্যন্ত ধীর গতিতে হলেও মূল্যবৃদ্ধির হার কমছে। তবে শেষ পথটাই কঠিন। যদি এই হার কমার গতি বাড়ে তা হলে আমরা সুদ হ্রাসের কথা ভেবে দেখব।’’ কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নেয় রেপো রেট অপরিবর্তিত রাখার। এই নিয়ে আটবারের জন্য অপরিবর্তিত থাকল রেপো রেট। তাই অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞের মত আপাতত সুদের হার বৃদ্ধি পাবে না ঋণে।
আরোও পড়ুন : কঠোর সিদ্ধান্ত মেট্রোর, আর চলবে না এই ট্রেন!
তবে সেই সুদের হার কমার সম্ভাবনাও খুব একটা নেই। একটি বিবৃতিতে শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, “সাম্প্রতিক কয়েক বছরে বিশ্বে একের পর এক সংকট হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেও ভারতীয় অর্থনীতি একটা শক্তি প্রদর্শন করে চলেছে। এখনো ভারতে মূল্য বৃদ্ধির হার ততটা নয়। অন্যান্য দেশে কিন্তু মূল্যবৃদ্ধি অনেক বেশি।” তবে আমাদের অস্থির বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সচেতন থাকতে হবে।
তিনি আরও জানান, “সেই কারণেই রিজার্ভ ব্যাংক মূল্য বৃদ্ধিকে চার শতাংশ সীমাবদ্ধ রাখার জন্য বদ্ধপরিকর। আর সেই উদ্দেশ্যেই হয়েছে এই মনিটারিং পলিসি কমিটি বৈঠক। এই বৈঠকে ৬.৫ শতাংশ হারে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনিটারি পলিসি কমিটির ৬ সদস্যের মধ্যে ৪ জন সদস্য রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছিলেন।”