বাংলা হান্ট ডেস্ক: বহু অপেক্ষার পর অবশেষে বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। এদিন কলকাতা সহ সংলগ্ন কিছু জেলাতে ঝমঝমিয়ে বৃষ্টি (Rainfall)। যার জেরে কিছুটা কমেছে তাপমাত্রা। এবার এই সিলসিলা জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাল হাওয়া অফিস (Weather Office)।
আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, এবার টানা বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আগামী ২৬ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া। কখনও ঘণ্টায় ৩০-৪০ কিমি, কোনও কোনও জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
আজ রাতের দিকেও ভিজতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলা। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ায় পূর্বাভাস। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আবহাওয়া দপ্তরের জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে। যার জেরে বেশ কিছুটা কমবে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা।
আরও পড়ুন: অবশেষে শিক্ষক, শিক্ষাকর্মীদের বকেয়া মেটানোর ঘোষণা রাজ্যের, বহুদিনের অপেক্ষার অবসান
উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছেই। আজ রাতের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে এসব জেলায়। ২৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। ২ দিনে ২-৩ ডিগ্রি করে কমতে পারে তাপমাত্রাও।