আর ১৪% নয়, এবার ডবল DA পাচ্ছেন রাজ্যের এই সকল সরকারি কর্মীরা, জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচন শুরুর আগেই গত ফেব্রুয়ারী মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেট পেশ করে ৪% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার (West Bengal Government Employees)। সরকারি কর্মী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকা সকলেই ১ মে থেকে বর্ধিত হারে DA অর্থাৎ মহার্ঘ ভাতা পাবেন বলেও ঘোষণা করা হয়। যদিও পরে লোকসভা নির্বাচনে ভালো ফল করতেই ধামাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার।

সম্প্রতি মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই সেই বর্ধিত হারে DA প্রদানের কথা জানায় রাজ্য। রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে এই বিরাট ঘোষণা করা হয়। আর এবার আরও বড় সুখবর। প্রায় ‘ডবল’ মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও সকল কর্মচারী এর আওতায় আসবেন না। তাহলে কারা পাবেন সুবিধা?

জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এক নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, উচ্চশিক্ষা দফতরের আওতায় থাকা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই নয়া ঘোষণার জেরে বিরাট লাভবান হবেন।

আগেই রাজ্য সরকারের ঘোষণা মতো ২০২৪ সালের এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের মে মাস থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১৪ শতাংশে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এপ্রিল থেকে তারা এই মহার্ঘ ভাতা পাচ্ছেন।

অর্থাৎ জুন মাসের বেতনের সঙ্গে এপ্রিলের বকেয়া থাকা ডিএ মিটিয়ে দেবে সরকার। আগের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ১০ শতাংশ হারে ডিএ পেয়েছিলেন। তবে পরে রাজ্য সরকার জানায় এপ্রিল মাসেও ১৪ শতাংশ হারে ডিএ দেওয়া হবে।

This time, the remaining 10 percent of the Dearness Allowance will be available.

আরও পড়ুন: নিটের পর বিতর্কে UGC-NET! নেপথ্যে ‘ডার্ক নেট’? তদন্তে নেমেই বিরাট প্রমাণ পেল CBI

এ অবস্থায় বর্তমানে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া পড়ে আছে। জুন মাসের বেতনের সঙ্গে তা মেটানো হবে। তাহলে হিসেব বলছে জুন মাসে বেসিক স্যালারির ১৮ শতাংশ হারে ডিএ (১৪ শতাংশ + ৪ শতাংশ বকেয়া) পাবেন এই সমস্ত সরকারি কর্মীরা। যদিও সেই সুখ কেবল এক মাসের জন্যই। জুলাই থেকে ফের ১৪ শতাংশ হারেই তারা মহার্ঘ ভাতা পাবেন। প্রসঙ্গত, আগেই রাজ্য সরকার এই ঘোষণা করে দিয়েছে। এবার সেই বিজ্ঞপ্তিই জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর