বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জমে উঠেছে T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) লড়াই। শুধু তাই নয়, সুপার এইটের পর্বের খেলায় চলছে হাড্ডাহাড্ডি টক্কর। ইতিমধ্যেই ভারতীয় দল (India National Cricket Team) সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়েছে। এমতাবস্থায়, রোহিত বাহিনীর পরবর্তী খেলা রয়েছে আগামীকাল। যেখানে তারা মুখোমুখি হবে বাংলাদেশের (Bangladesh)। যদিও, ওই ম্যাচের আগে একটি বিষয় বাড়িয়েছে চিন্তা।
মূলত, ভারতীয় দলের “পথের কাঁটা” হয়ে উঠতে পারে বৃষ্টি। এমনিতেই, অ্যান্টিগুয়ার মাঠে বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ। যেখানে শেষ পর্যন্ত DLS পদ্ধতিতে ২৮ রানে জিতে যায় অস্ট্রেলিয়া। কিন্তু, ফের একবার বৃষ্টির কারণে প্রভাবিত হতে পারে ভারত-বাংলাদেশ ম্যাচ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অ্যান্টিগুয়ার মাঠেই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত বাহিনী। এমতাবস্থায়, ওয়েদার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ওই দিন একদম রাত থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু তাই নয়, ম্যাচ যখন শুরু হবে তখন ১০০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সেই কারণেই প্রভাবিত হতে পারে এই খেলা। যদিও, বৃষ্টির সম্ভাবনা থাকলেও ওই ম্যাচটিতে যাতে ন্যূনতম ৫ ওভার করে প্রতিটি দল খেলতে পারে সেদিকেই চেষ্টা করা হবে। যার ফলে DLS পদ্ধতিতে ফল নির্ধারণ করা যাবে। কিন্তু, যদি ৫ ওভারও খেলা না যায় সেক্ষেত্রে চাপে পড়তে পারে টিম ইন্ডিয়া। কারণ, সুপার এইটের বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী গ্রুপ “A”-তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। যারা ২ পয়েন্ট হাসিল করেছে এবং তাদের নেট রান রেট হল ২.৩৫০।
আরও পড়ুন: BCCI-ও রাখছে ভরসা! গৌতম গম্ভীর কোচ হলে ভোল পাল্টাবে টিম ইন্ডিয়ার, হবে এই ৫ টি লাভ
পাশাপাশি, প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ওই দলের কাছেও রয়েছে ২ পয়েন্ট। অস্ট্রেলিয়ার নেট রান রেট হল ২.৪৭১। এমতাবস্থায়, ভারত বাংলাদেশের কাছে জিতে গেলে সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার দৌড়ে তারা অনেকটাই এগিয়ে থাকবে। কিন্তু, বৃষ্টির কারণে যদি ভারত-বাংলাদেশ ম্যাচ ভেস্তে যায় সেক্ষেত্রে তারা কেবলমাত্র ১ পয়েন্ট পাবে। এমন পরিস্থিতিতে, ভারত যদি পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় সেক্ষেত্রে তারা ৩ পয়েন্টেই সীমাবদ্ধ থাকবে।
আরও পড়ুন: ঝুলে রয়েছে হাসিনের সাথে ডিভোর্স মামলা! এবার সানিয়াকে বিয়ে করছেন শামি? শুরু তুমুল জল্পনা
অপরদিকে, বাংলাদেশ যদি বড় ব্যবধানে USA-কে হারিয়ে দেয় তাহলে তারা পয়েন্ট অর্জনের পাশাপাশি নেট রান রেটেও এগিয়ে যেতে পারে। শুধু তাই নয়, তারা ভারতকে ফেলে সেমিফাইনালেও পৌঁছে যেতে পারে। নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলে থাকা প্রথম ২ টি দলই পৌঁছে যাবে সেমিফাইনালে। যার ফলে, আগামীকালকের ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে ভারত চরম সমস্যায় পড়তে পারে। অপরদিকে, প্রত্যক্ষভাবে সুবিধা মিলতে পারে বাংলাদেশের। আর সেই কারণেই কালকের ম্যাচে আদৌ বৃষ্টি “ভিলেন” হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।