বাংলাহান্ট ডেস্ক : আরও একবার রেপো রেট স্থির রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই’র এই সিদ্ধান্তের ফলে একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বাড়িয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাল দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য দেওয়া হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, ব্যাঙ্কের তরফে নির্দিষ্ট ফিক্সড ডিপোজিটের মেয়াদে 30 বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করা হল। এর ফলে এখন থেকে গ্রাহকেরা FD-তে 0.30 শতাংশ বেশি সুদ পাবেন। এই বর্ধিত হারের সময় কাল ব্যাঙ্কের তরফে 1 বছর থেকে 15 মাস করা হয়েছে। তবে ফিক্সড ডিপোজিটে 3 কোটি টাকার বেশি হলে এই সুদ কার্যকর হবে না।
আরোও পড়ুন : পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ! বাংলায় ফুড SI নিয়োগে আরেক কেলেঙ্কারি, বড় কেচ্ছা ফাঁস
ইতিমধ্যেই এই নয়া বর্ধিত হারের সুদ কার্যকর হয়ে গিয়েছে। 19 জুন লাগু করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। মূলত 7 দিন থেকে 10 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট অফার করে অ্যাক্সিস ব্যাঙ্ক। নতুন সুদের হার লাগু করার পরে অ্যাক্সিস ব্যাঙ্ক FD তে 3 শতাংশ থেকে 7.20 শতাংশ পর্যন্ত সুদ বাড়িয়েছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার একটু বেড়েছে।
বর্তমানে প্রবীন নাগরিকরা (Senior Citizen) পাচ্ছেন 3.50 শতাংশ থেকে শুরু করে 7.85 শতাংশ পর্যন্ত সুদ। ১৯শে জুন থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) নতুন বর্ধিত হারে সুদ লাগু করেছে ঠিকই। তবে এর অনেক আগেই FD-তে সুদের হার বৃদ্ধি করেছে SBI, HDFC-এর মতো ব্যাঙ্কগুলি।