বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্ষা প্রবেশের পর মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা গিয়েছে বহু জেলায়। বৃষ্টি হয়েছিল দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূমের অধিকাংশ জায়গায়। তবে মন খারাপ করা খবর দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে।
আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণের প্রতিটি জেলায় দফায়-দফায় বৃষ্টি হবে। অধিকাংশ অংশে মেঘলা থাকবে আকাশ। তাপমাত্রা বৃদ্ধির তেমনি সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জোরালো নয়৷ তাই আপাতত হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে দমকা হাওয়ার দাপট।
আপাতত ভারী বৃষ্টি না হলেও বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস। আজ দিনে গরম থাকলেও বিকেলের পর কলকাতার কিছু জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: গরমের ছুটি মিটতেই স্কুল পড়ুয়াদের জন্য বিরাট উদ্যোগ রাজ্য সরকারের, জারি নির্দেশিকা
টানা দুর্যোগের পর শুক্রবার থেকে কিছুটা বৃষ্টি কমেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ওদিকে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবারের পর থেকে উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার থেকে। দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা।